শিরোনাম
সূচক পড়ার মধ্যেই আছে দুই শেয়ার বাজার
প্রকাশ : ২০ মার্চ ২০১৮, ২২:০৬
সূচক পড়ার মধ্যেই আছে দুই শেয়ার বাজার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সোমবারের চেয়ে কমে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ১৪ দশমিক ৮৫ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১০ দশমিক ৭২ পয়েন্ট কমেছে।


ডিএসই


এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ২৪১ কোটি ৭১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ৫২৪ কোটি ৭৩ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৮৩ কোটি ২ লাখ টাকা।


ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৮ পয়েন্টে।


ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৫টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯৫টির, কমেছে ১৯৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৪টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো-সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি, কুইন সাউথ টেক্সটাইলস মিলস লিমিটেড, ডোরেন পাওয়ার জেনারেশনস, ওয়াটা কেমিক্যালস, মনো সিরামিক, স্কয়ার ফার্মা, এসিআই, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক এবং লংকা-বাংলা ফাইন্যান্স।


সিএসই


এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ১৬ কোটি ৫১ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ৪ কোটি ১৯ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ১০ দশমিক ৭২ পয়েন্ট কমে ১০ হাজার ৫৩৯ পয়েন্টে।


সিএসইতে লেনদেন হওয়া ২২২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ১২৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৬টি কোম্পানির শেয়ার দর।


টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, কুইন সাউথ টেক্সটাইলস মিলস লিমিটেড, বেক্সিমকো, পপুলার লাইফ ফার্স্ট মিচুয়াল ফান্ড, স্যালভো কেমিক্যাল, জেনারেশন নেক্সট, কেয়া কসমেটিকস, বিবিএস ক্যাবলস, লাফার্জ হোলসিম এবং লংকা-বাংলা ফাইন্যান্স।


বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com