
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাত। ডিএসইতে মোট লেনদেনের ১৮ শতাংশ অবদান রয়েছে এই খাতে।
লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্র মতে, পুরো সপ্তাহে বস্ত্র খাতে ৭৩ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
প্রকৌশল খাতে ১৬ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। সপ্তাহজুড়ে এই খাতে ৬৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জ্বালানি-বিদ্যুৎ খাতে ১৩ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লেনদেনের শীর্ষে থাকা অন্য খাতগুলোর মধ্যে বিবিধ খাতে ১২ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে ১১ শতাংশ, ব্যাংক খাতে ৭ শতাংশ, সিরামিক খাতে ৪ শতাংশ, ট্যানারি, টেলিকমিউনিকেশন ও খাদ্য খাতে ৩ শতাংশ করে লেনদেন হয়েছে।
এ ছাড়া আইটি, জীবন বিমা খাতে ২ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড, সাধারণ বিমা, সিমেন্ট ও ভ্রমণ-অবকাশ খাতে ১ শতাংশ করে লেনদেন হয়েছে।
বিবার্তা/তৌহিদ/সোহান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]