শিরোনাম
সূচকের পতন অব্যাহত আছে দুই শেয়ারবাজারে
প্রকাশ : ২১ মার্চ ২০১৮, ২১:৫২
সূচকের পতন অব্যাহত আছে দুই শেয়ারবাজারে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে কমে শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ৭৬ দশমিক ৮৪ পয়েন্ট কমেছে এবং সিএসইর প্রধান সূচক ১২৯ দশমিক ২৮ পয়েন্ট কমেছে।


এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৮০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৫৮ কোটি ২২ লাখ টাকা।


ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গিয়েছে।


ডিএসই


ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩৫২ কোটি ০৮ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ২৪১ কোটি ৭১ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১১০ কোটি ৩৭ লাখ টাকা।


এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ দশমিক ৮৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৭২ পয়েন্টে।


বুধবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ২৬৮টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৯টি কোম্পানির শেয়ার দর।


সিএসই


সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২৮ কোটি ০৯ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ১৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন বেড়েছে ১১ কোটি ৫৮ লাখ টাকা।


এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৭টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ১৮০টির এবং কোনও পরিবর্তন হয়নি ১৭টি কোম্পানির শেয়ার দর।


বিবার্তা/সুমন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com