শিরোনাম
বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৭
বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বিশ্বজুড়ে শেয়ার বাজারে ধস নেমেছে। ২০১১ সালের পর এই প্রথম এত বড় ধস নামতে দেখা গেছে। সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট শেয়ার বাজারে ধস নামে। একদিনে ১৬০০ পয়েন্ট নেমে যায়। এর প্রভাব গিয়ে পড়ে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও ভারতের শেয়ার বাজারে। ওয়াল স্ট্রিটের সঙ্গে যুক্ত জাপানের শেয়ার বাজার।


সেখানকার শেয়ার সূচক নিক্কেই এক ধাক্কা কমে গেছে ৪.৬ শতাংশ। মঙ্গলবার ভারতের শেয়ার বাজারে পতনের লক্ষণ দেখা গেছে। দিনের শুরুতেই মুম্বাই সেনসেক্স ১২৭৫.১৬ পয়েন্ট পড়ে দাড়ায় ৩৩.৪৮২। নিফটিতে পতন দেখা গেছে। কয়েক সেকেন্ডের মধ্যে বিনিয়োগকারীদের ৪ লাখ ৯৪ হাজার ৭শ ৬৬ কোটি টাকা ক্ষতি হয়েছে।


অস্ট্রেলিয়ার শেয়ার সূচক কমে গিয়েছে ৩ শতাংশ। দক্ষিণ কোরিয়ার ২ শতাংশ কমেছে। গত ১০০ দিনে এমন ভাবে কমতে দেখা যায়নি দক্ষিণ কোরিয়ার শেয়ার বাজারে।


অর্থনৈতিক বিশ্লেষকদের মতে ওয়াল স্ট্রিট শেয়ার বাজারে ধসের কারণে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে শেয়ার বাজারের এই অবস্থা হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে শেয়ারের চাইতে তেজি হচ্ছে বন্ডের বাজার। বন্ড থেকে আয় বেড়ে যাওয়ার কারণে এমনটা হচ্ছে বলে জানালেন তারা।


সূত্র : রয়টার্স, বিবিসি, ডিডাব্লিউ, টাইমস অব ইন্ডিয়া


বিবার্তা/সুমন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com