সূচকের পতনে লেনদেন শেষ
প্রকাশ : ০২ জুন ২০২৪, ১৭:৪১
সূচকের পতনে লেনদেন শেষ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২ জুন) দেশের দুই শেয়ারবাজারে লেনদেন শেষে সূচকের পতন হয়েছে। তবে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ ডিএসইতে কমলেও সিএসইতে বেড়েছে।


প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে সূচক কমেছে ১৮.২৯ পয়েন্ট, লেনদেন হয়েছে ৩৪৯ কোটি ৪৯ লাখ টাকা।


অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৫২.৫০ পয়েন্ট আর লেনদেন হয়েছে ৮৭ কোটি ৩১ লাখ টাকা।


ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


ডিএসইর বাজার তথ্য অনুযায়ী, রবিবার লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ১৮.২৯ পয়েন্ট কমে ৫২৩৩.৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার (২৯ মে) এই সূচকটি বেড়েছিল ২৩.৪৩ পয়েন্ট। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরীয়াহ সূচক ৬.৪৩ পয়েন্ট কমে ১১৩৭.২৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ৭.৭৯ পয়েন্ট কমে ১৮৬৭.০৪ পয়েন্টে অবস্থান করছে।


ডিএসইতে আজ ১২ কোটি এক লাখ ৮৮ হাজার ৩৮৫টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ফান্ডের বাজার মূল্য দাঁড়িয়েছে ৩৪৯ কোটি ৪৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৭৪ কোটি ৪৮ লাখ টাকা। অর্থাৎ বাজারটিতে আজ লেনদেন কমেছে প্রায় ২৫ কোটি টাকা।


এক্সচেঞ্জটিতে আজ লেনদেনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমেই রয়েছে বিচ হ্যাচারি লিমিটেড। কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ১৩ কোটি ৮৫ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে উঠেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১২ কোটি ৩৭ লাখ টাকা। তৃতীয় অবস্থানে উঠেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ ছিল ১১ কোটি ৮০ লাখ টাকা। এরপর লেনদেনের শীর্ষ তালিকায় যথাক্রমে রয়েছে- ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ই-জেনারেশন লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, গোল্ডেন সন লিমিটেড, ফারইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিকেলস লিমিটেড ও রুপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।


ডিএসইতে এ দিন লেনদেন শেষে ৩৯১টি কোম্পানি ও মিউচূয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার দর।


অপর শেয়ারবাজার সিএসইতে রবিবার লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই ৫২.৫০ পয়েন্ট কমে ১৫ হাজার ০১৯.৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে আজ ২২৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৮৫টির কোম্পানির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির শেয়ার দর।


এছাড়া সিএসইতে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮৭ কোটি ৩১ লাখ টাকা। আগের কার্যদিবসে (গত বৃহস্পতিবার) লেনদেন হয়েছিল ৪ কোটি ৫৬ লাখ টাকা। এতে আজ এক্সচেঞ্জটিতে লেনদেন বেড়েছে প্রায় ৮৩ কোটি টাকা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com