ইনস্টাগ্রামে নোটিফিকেশন বন্ধ করবেন কীভাবে?
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৮
ইনস্টাগ্রামে নোটিফিকেশন বন্ধ করবেন কীভাবে?
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক
প্রিন্ট অ-অ+

সহজে ছবি ও ভিডিও পাঠানোর পাশাপাশি সেগুলো ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় ব্যবহারকারীদের কাছে বেশ জনপ্রিয় ইনস্টাগ্রাম। 


তবে গুরুত্বপূর্ণ কাজের সময় ছবি ও ভিডিও বিনিময়ের সামাজিক যোগাযোগমাধ্যমটিতে নোটিফিকেশন এলে মনোযোগে সমস্যা হয়। শুধু তা-ই নয়, একসঙ্গে একাধিক নোটিফিকেশন আসতে থাকলে বিরক্তও হন অনেকে। 


তবে চাইলেই ইনস্টাগ্রামের কোয়াইট মোড চালু করে নির্দিষ্ট সময় পর্যন্ত নোটিফিকেশন আসা বন্ধ রাখা যায়।


** নোটিফিকেশন আসা বন্ধের জন্য প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপের ডান দিকের নিচে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করতে হবে। 


** এরপর প্রোফাইলের ওপরের ডান দিকে থাকা তিনটি অনুভূমিক রেখাতে ট্যাপ করে সেটিংসে ক্লিক করতে হবে। 


** এবার নোটিফিকেশনস অপশনে ক্লিক করে পুশ নোটিফিকেশনের নিচে থাকা পস অল টগল চালু করলেই নোটিফিকেশন বন্ধ রাখার বিভিন্ন অপশন পাওয়া যাবে।


**  এসব অপশন কাজে লাগিয়ে ১৫ মিনিট থেকে ১২ ঘণ্টা পর্যন্ত নোটিফিকেশন বন্ধ রাখা যাবে। 


** তবে চাইলে পুশ নোটিফিকেশনের নিচে থাকা পস অল টগল বন্ধ করে নির্ধারিত সময়ের আগেই নোটিফিকেশন দেখা যাবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com