শিরোনাম
গুগল ম্যাপের নতুন ফিচার ‘বিজিনেস’
প্রকাশ : ২০ অক্টোবর ২০২০, ২১:৫৫
গুগল ম্যাপের নতুন ফিচার ‘বিজিনেস’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গুগল তাদের ম্যাপে আরো কয়েকটি নতুন ফিচার যোগ করছে। ফলে আশপাশের হোটেল ও রেস্টুরেন্টের সার্চ পদ্ধতি এখন বেশ সহজ হতে যাচ্ছে।


নতুন ফিচার যোগ করার ফলে এখন থেকে দোকান, শপিংমলের মতো প্রয়োজনীয় গন্তব্যে রওনা হওয়ার আগেই জানা যাবে সেখানে কত মানুষ আছেন। তবে এই ফাংশনটি মূলত এখনো গুগল ম্যাপে যোগ হয়নি। আপডেট আসলে গন্তব্যস্থল সার্চ করলেই নানা ধরনের নোটিফিকেশন পাবেন এর ব্যবহারকারীরা।


আপনি যদি কোনো দোকানে যেতে চান, তার আগে সেখানকার অবস্থা জানতে ওই স্থান সার্চ করতে হবে। এরপর ‘বিজিনেস’ ফিচার শো করবে ম্যাপে। এ জন্য নির্দিষ্ট করে জনাকীর্ণ স্থান সার্চের মাধ্যমে বের করার প্রয়োজন নেই। নোটিফিকেশনগুলো এমন হতে পারে, ‘Not busy,’ ‘Busier than usual,’ অথবা ‘As busy as it gets.’আগামি কয়েক সপ্তাহের মধ্যে এই ফিচার চালু হবে।


বিবার্তা/গমেজ/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com