শিরোনাম
নতুন ফিচার যুক্ত হলো মেসেঞ্জারে
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২০, ১৫:৪৫
নতুন ফিচার যুক্ত হলো মেসেঞ্জারে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নতুন রূপে এলো জনপ্রিয় মেসেজিং অ্যাপ ফেসবুক মেসেঞ্জার। অ্যাপটিতে আগের সেই নীল রঙের লোগো আর নেই।


এবার নতুন রঙের লোগোতে এসেছে। নতুন মেসেঞ্জারে নতুন কিছু ফিচারও যুক্ত করা হয়েছে।


নতুন মেসেঞ্জারের লোগো দেখতে অনেকটাই ইনস্টাগ্রামের মতো। নীল রঙের পাশাপাশি এবার এতে কিছুটা গোলাপি রঙও রয়েছে।


মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের চ্যাট পদ্ধতি একিভূত করার অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে ফেসবুক।


এক ব্লগপোস্টে মেসেঞ্জারের ভাইস প্রেসিডেন্ট স্ট্যান চাডনোভস্কি বলেছেন, কাছের মানুষের আরো কাছে যাওয়ার জন্য আমাদের নতুন লোগো। যা মেসেজিং জগতের ভবিষ্যতকে প্রতিফলিত করছে। এই নতুন রঙে যেমন ফুটে উঠছে আনন্দ, তেমনই আবার রয়েছে মানুষের সঙ্গে জুড়ে থাকার একটা আভাস।


নতুন রূপের পাশাপাশি মেসেঞ্জারে থাকছে লাভ অ্যান্ড টাই-ডাই নামক বিশেষ চ্যাট থিম। সঙ্গে থাকছে সেলফি স্টিকার।


এছাড়া খুব শিগগির মেসেঞ্জারে ভ্যানিশ মোড যুক্ত করবে ফেসবুক। অর্থাৎ স্ন্যাপচ্যাট এবং ইনস্টগ্রামে যে সুবিধা পাওয়া যায়, সেটা এবার মেসেঞ্জারেও পাবেন ব্যবহারকারীরা।


এই মোড অন করা থাকলে, ব্যবহারকারীর পাঠানো কোনো ছবি তিনি চ্যাট থেকে বেরিয়ে গেলে কিংবা প্রাপক দেখার পর মুছে যাবে।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com