শিরোনাম
শুরু হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:১২
শুরু হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, ডিজাইনার, আর্টিস্ট, শিক্ষাবিদ, উদ্যোক্তাসহ সবার অংশগ্রহণ নিশ্চিতের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান টানা ৬ষ্ঠবারের মতো শুরু হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০২০।


যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসার দেয়া নিয়ম অনুসারে ভার্চুয়াল মাধ্যমে চলছে প্রতিযোগিতার বাছাই পর্ব। আগামী ৪ অক্টোবর শেষ হবে এই প্রক্রিয়া।


বেসিস-এর তত্ত্বাবধানে সহায়তায় প্রতিযোগিতাটি পরিচালনা করছে বেসিস স্টুডেন্টস ফোরাম।


দেশের ৯টি শহরে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা ও ময়মনসিংহে) বড় পরিসরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। যে কেউ বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছেন।


এ বছর ক্যাটাগরি হিসেবে রয়েছে অবজার্ভ, ইনফরম, সাসস্টেইন, ক্রিয়েট, কনফ্রন্ট, কানেক্ট এবং ইনভেন্ট ইউর ওন চ্যালেঞ্জ।


অংশগ্রহণকারীরা প্রজেক্ট হিসেবে জমা দিতে পারছেন হার্ডওয়্যার, সফটওয়্যার, মোবাইল অ্যাপ, গেমস এবং হার্ডওয়্যার/সফটওয়্যার/মোবাইল অ্যাপ/গেমস প্রোটোটাইপ। আঞ্চলিক পর্যায়ের বিজয়ীরা চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com