শিরোনাম
৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি সি১১
প্রকাশ : ১৬ জুলাই ২০২০, ১৭:৩৫
৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে এলো রিয়েলমি সি১১
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রতিযোগিতামূলক স্মার্টফোন বাজারে শক্তিশালী ডিভাইস এবং নতুন সব ফিচার নিয়ে দারুণ দামে একের পর এক স্মার্টফোন নিয়ে আসতে থাকে রিয়েলমি। বিশ্বের বিভিন্ন দেশে ইতোমধ্যে গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে টেক-ট্রেন্ডসেটিং এই কোম্পানিটি।


এরই ধারাবাহিকতায় শক্তিশালী ব্যাটারি ও কনফিগারেশনে ভারতের বাজারে এলো রিয়েলমি সি১১। এই ফোনের বিশেষ ফিচারের মধ্যে রয়েছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।


রিয়েলমি সি১১ ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজে পাওয় যাচ্ছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।


ফোনটিতে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। মিনি ড্রপ নচ ডিজাইনের সঙ্গে। ডিসপ্লের আসপেক্ট রেশিও ২০:৯ এবং স্ক্রিন টু বডি রেশিও ৮৮.৭ শতাংশ। স্ক্রিনের প্রটেকশনের জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৩।


এই ফোন রয়েছে ২.৩ গিগাহার্টজ অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর।


ফোনটিতে অ্যান্ড্রয়েড ১০-এর উপরে চলবে কোম্পানির ইউজার ইন্টারফেস।


ছবির জন্য আছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এতে রয়েছে এফ/২.২ অ্যাপারচার। সঙ্গে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আর এফ/২.৪ সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা।


সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনের ক্যামেরার ফিচারের মধ্যে রয়েছে এআই বিউটি, ফিল্টর মোড, এইচডিআর, পোর্ট্রেট মোড আর টাইমল্যাপস।


ফোনটিতে ১০ ওয়াটের ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে। কানেকটিভিটির জন্য রয়েছে ফোরজি প্রযুক্তি।


ফোনটি বিক্রি হচ্ছে ৭ হাজার ৪৯৯ রুপিতে।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com