শিরোনাম
নতুন আরএন্ডডি কেন্দ্র শুরু করল এইচএমডি গ্লোবাল
প্রকাশ : ০৪ জুলাই ২০২০, ১৯:১৭
নতুন আরএন্ডডি কেন্দ্র শুরু করল এইচএমডি গ্লোবাল
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জনপ্রিয় মুঠোফোন ব্র্যান্ড নকিয়ার নির্মাণ প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল ঘোষণা করেছে তারা ফিনল্যান্ডের ট্যাম্পেরে সুপরিচিত টেক ল্যাব ভ্যালোনা ল্যাবসকে ব্যবসায় যুক্ত করেছে।


ভ্যালোনা ল্যাবসের সাথে নকিয়া পণ্য উন্নতিকরণ প্রক্রিয়া চালানোর উদ্দেশ্যে ‘সেন্টার অব এক্সিলেন্স’ চালু করবে। যা নকিয়ার গ্রাহকদের সুরক্ষিত এবং নির্ভরযোগ্য অভিজ্ঞতা নিশ্চিত করবে।


ভ্যালনা ল্যাবসে তৈরিকৃত সফটওয়্যারটির দক্ষতা এবং সাইবার সিকিউরিটির সংমিশ্রণ নকিয়া মোবাইল ফোনকে আরও নির্ভরযোগ্য করে তুলবে।


এইচএমডি গ্লোবালের সেন্টার অব এক্সিলেন্সটি সফটওয়্যার, সাইবার সুরক্ষা এবং উন্নত গ্রাহক সেবা নিয়ে কাজ করবে। এর মাধ্যমে নকিয়া শুধুমাত্র হার্ডওয়্যার ব্যবসা থেকে বেরিয়ে আসবে। পরিনত হবে হার্ডওয়্যার, সুরক্ষা এবং গ্রাহক সেবার সম্মিলনের যুগোপযোগী একটি ব্র্যান্ডে। যা নকিয়াকে বাজারের অন্যান্য ব্র্যান্ডের মাঝে অনন্য করে তুলবে।


মার্চ মাসে এইচএমডি গ্লোবাল বৈশ্বিক ডেটা রোমিং পরিষেবা ওএইচএমডি কানেক্ট চালু করেছে। এর মাধ্যমে বিশ্বজুড়ে গ্রাহককে ঝামেলা মুক্ত ডেটা সিম ব্যবহারের সুবিধা এনে দেয়া সম্ভব হয়েছে। সামনের কয়েক মাস এই সেবা বিস্তারের পাশাপাশি রিমোট ডিভাইস লকিং, গতিশীল পরিচালনা, মোবাইল ডিভাইস সফটওয়্যার সুরক্ষা, সুরক্ষিত নেটওয়ার্ক এবং ব্ল্যাক বক্স পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কাজ শুরু করবে।


এসব সেবা প্রদানের মাদ্যমে নকিয়া গ্রাহকের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিতের দিকে আরও সামনে এগিয়ে যাবে। এছাড়াও নিকট ভবিষ্যতে ইমেজিং এবং অডিও প্রযুক্তি অন্তর্ভুত করার পরিকল্পনা রয়েছে নকিয়ার।


এইচএমডি গ্লোবালের এই আধুনিক উদ্যোগের কারনে প্রতিষ্ঠানটির প্রতিভা নিয়োগের প্রয়োজন। এর ফলে এখানে কর্ম সংস্থান তৈরি হয়েছে। এ প্রক্রিয়ার নেতৃত্ব প্রদান করবেন ভ্যালনা ল্যাবসের পুরস্কারপ্রাপ্ত সাবেক হেড অব ইউনিট, আরি হাইকিনেন।


জুহো সরবিকাস, চিফ প্রোডাক্ট অফিসার, এইচএমডি গ্লোবাল বলেন, এইচএমডি গ্লোবাল বিশ্বাস করে প্রতিটি ফোন তৈরির ক্ষেত্রে সুরক্ষা, নিরাপত্তা এবং আস্থা নিশ্চিত করা আবশ্যক। গ্রাহককে এ ধরনের সেবা প্রদানের উদেশ্যে ভ্যালোনা ল্যাবসের মতো বিখ্যাত এবং বিশ্বস্ত মোবাইল সফটওয়্যার ফার্মকে নকিয়ার সাথে একীভূত করার ঘোষণা দিতে পেরে আমরা গর্বিত।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com