শিরোনাম
আইসিটি খাতে বরাদ্দ পেয়েছে ১ হাজার ৪১৫ কোটি টাকা
প্রকাশ : ৩০ জুন ২০২০, ১৫:২১
আইসিটি খাতে বরাদ্দ পেয়েছে ১ হাজার ৪১৫ কোটি টাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে এক হাজার ৪১৫ কোটি টাকা বরাদ্দ পেয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।


মঙ্গলবার দুপুরে সংসদে বাজেট বরাদ্দপ্রস্তাবনা পেশ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রস্তাবনাটি কণ্ঠভোটে পাস করা হয়।


জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বরাদ্দ পাস করা হয়।


জানা গেছে, পাসকৃত বরাদ্দের মধ্যে উন্নয়ন খাতে বরাদ্দ থাকছে এক হাজার ৪৮ কোটি টাকা ব্যয় করবে আইসিটি বিভাগ।


উন্নয়ন খাতে যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে সেগুলো হলো- সেন্টার ফর এক্সিলেন্স গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে রোবোটিক, ব্লক চেইন, ইন্টারনেট অব থিংস- আইওটি, বিগ ডেটা অ্যানালিটিকস, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, থ্রি-ডি পেইন্টিংসহ চতুর্থ শিল্পবিপ্লবের জন্য লাগসই প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।


এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আইসিটি ইন এডুকেশন লিটারেসি, ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেনেন্স বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে এ অর্থবছরে ৩৬ হাজার ২০ জনকে প্রশিক্ষণ দেওয়া হবে।


গত ১১ জুন (রবিবার) ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটেরতথ্যপ্রযুক্তি বিভাগে বরাদ্দ দেয়া হয়েছিল ১ হাজার ৪১৫ কোটি টাকা। যা বিদায়ী অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৮.৭ শতাংশ বেশি।


২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই খাতের বরাদ্দ ছিল ১ হাজার ৯৩০ কোটি টাকা। যা পরবর্তীতে সংশোধিত বাজেটে দাঁড়ায় ১ হাজার ১৯২ কোটি টাকা।


২০২০-২১ অর্থবছরের আকার বা মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। যা জিডিপির ১৭.৯ শতাংশ।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com