শিরোনাম
আসছে রেডমি নোট ৯ সিরিজের মিডরেঞ্জের নতুন স্মার্টফোন
প্রকাশ : ০৭ জুন ২০২০, ১২:৪০
আসছে রেডমি নোট ৯ সিরিজের মিডরেঞ্জের নতুন স্মার্টফোন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রেডমি নোট ৯ সিরিজের দুটি ফোন ভারত ও চীনে উন্মোচন করেছে চীনা স্মার্টফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান শাওমি। মডেল রেডমি নোট ৯ প্রো ও রেডমি নোট ৯ প্রো ম্যাক্স।


বাংলাদেশে ফোনগুলো কবে নাগাদ আসতে পারে তার ধারণা পাওয়া যায় শাওমি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে। ফেসবুকে বেশ কিছু পোস্ট করেছে শাওমি বাংলাদেশ।


সেখানে রেডমি ৯ নোট সিরিজটি আসার সম্ভাব্য সময় হিসেবে ধারণা করা হচ্ছে চলতি মাসকে। তবে এখনো শাওমি কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে মুখ খোলেনি।


তবে ফোনগুলোর স্পেসিফিকেশনের কিছু বিশেষত্ব ফেসবুক পোস্টের মাধ্যামে তুলে ধরেছে শাওমি বাংলাদেশ। সেখানকার পোস্ট থেকেই বোঝা যাচ্ছে, ফোনটি রেডমি নোট ৯ সিরিজেরই।


ফোন দুটিতে কী ধরনের স্পেসিফিকেশন রয়েছে এক নজরে সেগুলো দেখে নেওয়া যাক।


রেডমি নোট ৯ প্রো
মডেলটিতে রয়েছে ৬.৬৭ ইঞ্চি সিনেম্যাটিক ডিসপ্লে, যার আসপেক্ট রেশিও ২০:৯।


ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর রয়েছে। এছাড়াও এই ফোনে ব্যবহার করা হয়েছে জেড-অ্যাক্সিস ভাইব্রেশন মটর। গেমারদের জন্য এই ফোনে পাবেন স্ন্যাপড্রাগন এলিট গেমিং ফিচার।


ফটোগ্রাফির জন্য পিছনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আছে। যার প্রধান সেন্সর ৪৮ মেগাপিক্সেল।


এছাড়াও দ্বিতীয় ক্যামেরাটি ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা, তৃতীয় ক্যামেরাটি ৫ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং চতুর্থ ক্যামেরাটি ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর।


সেলফি তুলার জন্য রয়েছে ১৬ মেগাপিক্সেলের ইন ডিসপ্লে ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরায় সুপার স্টেবিলাইজেশন ও প্রো ভিডিও মোড ফিচার পাওয়া যাবে।


৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দুই সংস্করণে পাওয়া যাচ্ছে ফোনটি।


ডিভাইসটি ১৮ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সাথে ৫০২০ এমএএইচ ব্যাটারিতে পাওয়া যাচ্ছে।


রেডমি নোট ৯ প্রো ম্যাক্স
৬.৬৭ ইঞ্চির ফুল এইচডিপ্লাস ডিসপ্লে স্ক্রিন রয়েছে যার অ্যাসপেক্ট রেশিও ২০:৯। রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭২০ জি প্রসেসর।


ফোনটির পেছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ক্যামেরা। সেলফির জন্য সামনে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।


ব্যাটারি ক্ষমতা ৫০২০ এমএএইচ। তাতে রয়েছে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং।


এতে থাকছে ৬ জিবি র‍্যাম, ৬৪ জিবি এবং ১২৮ জিবির সংস্করণ। একই সঙ্গে আরেকটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি সংস্করণ রয়েছে।


ফোনগুলোর দাম কেমন হবে সে সম্পর্কে এখনো কিছু বলা যাচ্ছে না।


তবে ভারতের বাজারে রেডমি নোট ৯ প্রো ম্যাক্সপাওয়া যাচ্ছে ১৭ হাজার ৯৯৯ রুপিতে।


রেডমি নোট ৯ প্রো ফোনটি ভারতের বাজারে পাওয়া যাচ্ছে ১৩ হাজার ৯৯৯ রুপিতে।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com