শিরোনাম
কোভিড এক্সিলেরেটরের যাত্রা শুরু
প্রকাশ : ০৬ জুন ২০২০, ১৮:০৫
কোভিড এক্সিলেরেটরের যাত্রা শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

করোনাভাইরাসের মহামারির এই দুর্দিনে স্টার্টআপ ইকো সিস্টেমকে এগিয়ে নিতে যাত্রা শুরু করলো কোভিড এক্সিলেরেটর।


বিভিন্ন স্টার্টআপ এর প্রতিষ্ঠাতা ও সিইওদের উপস্থিতিতে শনিবার এক ওয়েব সেমিনারের মাধ্যমে এই উদ্যোগের উদ্বোধন ঘোষণা করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


এ সময় প্রতিমন্ত্রী জানান, আইসিটি বিভাগ, স্টার্টআপ বাংলাদেশ এবং হাইটেক পার্ক কর্তৃপক্ষের সম্মিলিত উদ্যোগে এই স্টার্টআপরাই প্রযুক্তির ব্যবহার করে পরিবর্তীত পৃথিবীর সঙ্গে মানিয়ে নিতে একসঙ্গে কাজ করবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বেগম হোসনে আরা ও তথ্যপ্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের ইনভেস্টমেন্ট এডভাইজার টিনা জেবিন।


উদ্বোধন শেষে লাইট ক্যাটেসেল পার্টনার্স-র সহ-প্রতিষ্ঠাতা বিজন ইসলামের সঞ্চালনায় প্যানেল আলোচনায় অংশ নেন বেটার স্টোরিজ লিমিটেডের চিফ স্টোরিটেলার মিনহাজ আনোয়ার, সহজ ডটকম ব্যবস্থাপনা পরিচালক মালিহা মালেক কাদির, পাঠাও সিটিও ফাহিম আহমেদ, বাংলাদেশ অ্যাঞ্জেলস সিইও নির্ঝর রহমান, গাজী লিগ্যাল সার্কেলের ব্যারিস্টার আনিতা গাজী রহমান ও অ্যাঙ্করলেস বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাহাত আহমেদ।


বিবার্তা/গমেজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com