শিরোনাম
ফেসবুকে যুক্ত হচ্ছে নতুন রিঅ্যাকশন
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২০, ২৩:০৩
ফেসবুকে যুক্ত হচ্ছে নতুন রিঅ্যাকশন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নতুন রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া যুক্ত করছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এই রিঅ্যাকশনটি ব্যবহার করে একজন ব্যবহারকারী অন্য ব্যবহারকারীর প্রতি সংহতি প্রকাশ করতে পারবেন। বাটনটি আগামী সপ্তাহ থেকে বিশ্বব্যাপী ইউজারদের জন্য উন্মুক্ত করা হবে।


ফেসবুকের রিঅ্যাকশন অপশনে বর্তমানে লাইক, লাভ, স্যাড, ওয়াও, হাহা এবং এংরি অনুভূতি প্রকাশ করা যায়। আর নতুন এই রিঅ্যাকশন বাটনটি একটি ফেস বা মুখের ইমোজি হার্ট ইমোজিকে জড়িয়ে ধরে রেখেছে। এটিকে আবার অনেকেই বলছে হাগ রিঅ্যাকশন।


ফেসবুক মেসেঞ্জার অ্যাপেও নতুন একটি হার্ট রিঅ্যাকশন যুক্ত করা হয়েছে। যা আজ থেকেই বিশ্বের বিভিন্ন অঞ্চলে পাওয়া যাবে। প্রতিক্রিয়াটি একটি 'হৃদ স্পন্দনের' আদলে তৈরি করা হয়েছে। নতুন প্রতিক্রিয়া বাটনটি পেতে হলে ইউজারকে তার মেসেঞ্জার থেকে অন্য ইউজারকে প্রথমে একটি হার্ট পাঠাতে হবে। পরবর্তী সেই ইমোজিতে প্রেস করে ধরলে নিচের দিক থেকে নতুন ইমোজিটি সিলেক্ট করতে হবে।


বিবার্তা/উজ্জল/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com