শিরোনাম
আইসিটি ক্যাডারের দাবি প্রতিমন্ত্রীর
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২০, ১৬:৪৭
আইসিটি ক্যাডারের দাবি প্রতিমন্ত্রীর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তথ্যপ্রযুক্তি কর্মীদের সরকারি চাকরিতে প্রবেশ সুবিধা ও প্রমোশনের সুযোগ সৃষ্টিতে আইসিটি ক্যাডার প্রচলনের দাবি জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


বুধবার রাজধানীর ওসমানি মিলনায়নে অনুষ্ঠিত “ডিজিটাল সার্ভিস ডিজাইন এন্ড প্লানিং ল্যাব” প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে এই দাবি জানান তিনি।


পলক বলেন, তরুণদের জন্য সিঙ্গেল গভর্নমেন্ট পোর্টাল চালুর উদ্যোগ নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এর মাধ্যমে পিএসসিসহ সরকারি সকল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।


তিনি বলেন, একইসঙ্গে ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেরা লেকচারগুলো ছাত্রদের মাধ্যমে ছড়িয়ে দেয়া হবে।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ, আইসিটি সচিব এন এম জিয়াউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com