শিরোনাম
গিগাবাইট বি৩৬৫এম মডেলের গেমিং মাদারবোর্ড বাজারে
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২০, ১৭:৫৭
গিগাবাইট বি৩৬৫এম মডেলের গেমিং মাদারবোর্ড বাজারে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রফেশনাল গেমারদের জন্য স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. বাংলাদেশের বাজারে নিয়ে এলো ইন্টেলের নবম এবং অষ্টম জেনারেশন ইন্টেল কোর প্রসেসর সমর্থিত গিগাবাইট ব্রান্ডের বি৩৬৫এম মডেলের নতুন গেমিং মাদারবোর্ড।


এটি দ্বৈত চ্যানেল নন-ইসিসি আনবাফার্ড ডিডিআর ৪ মেমোরি সমর্থন করে। এটি সর্বাধুনিক হাইব্রিড ডিজিটাল পিডব্লিউএম ডিজাইনে বানানো।


এতে পিসিআই জেনারেশন ৩ এক্স ৪ এবং সাটা ইন্টারফেসের সাথে আলট্রা ফাস্ট এম ২ স্লট বিল্ট ইন দেয়া আছে। আরও থাকছে এলইডি ট্রেস প্যাথ লাইটিংসহ উচ্চমানের অডিও ক্যাপাসিটার এবং অডিও নয়েজ গার্ড।


ব্যান্ডউইথ ম্যানেজমেন্টের জন্য আছে গিগাবাইট এক্সক্লুসিভ ৮১১৮ গেমিং ল্যান কার্ড। বোর্ডের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য রয়েছে সেন্সর, একাধিক স্মার্ট ফ্যান এবং হাইব্রিড ফ্যান।


এর আকর্ষণীয় ফিচার হচ্ছে এটিতে সর্বোচ্চ ১৫ কেভি বজ্রপাত সুরক্ষিত ল্যান কার্ড রয়েছে। বিল্ট ইন ইন্টেল অপটেন মেমোরিসম্পন্ন এবং ৩ বছরের বিক্রয়োত্তর সেবাসহ এই মাদারবোর্ড এর খুচরা মূল্য ৮৮০০ টাকা।


বিবার্তা/উজ্জ্বল


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com