
২০২২ সাল বিশ্ব রাজনীতির ইতিহাসে এক নাটকীয় এবং মোড় ঘোরানো বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। একদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যেমন গোটা বিশ্ব ব্যবস্থার ওপর গভীর প্রভাব ফেলেছে, অন্যদিকে অর্থনৈতিক সংকট, মূল্যস্ফীতি, রাজনৈতিক অস্থিরতা এবং নেতৃত্বে পরিবর্তনের ফলে ভেঙে পড়েছে বহু দেশের স্থিতিশীলতা।
রুশ-ইউক্রেন যুদ্ধ: দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী ভয়াবহ সংঘাত
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি, বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ রাশিয়া, প্রতিবেশী ইউক্রেনে আক্রমণ চালায়। ইউক্রেনের পশ্চিমমুখী অবস্থান, বিশেষ করে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নে সদস্যপদের আগ্রহ, এই যুদ্ধের অন্যতম কারণ হিসেবে উঠে আসে। হাজার হাজার মানুষ নিহত হন। ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় শরণার্থী সংকট তৈরি হয়, যেখানে প্রায় ৭০ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হন (জাতিসংঘ সূত্র)। যুদ্ধের প্রভাবে ইউক্রেন ও রাশিয়ার প্রধান রপ্তানি—গম, ভুট্টা, তেলবীজ—বাজারে ভয়াবহ সংকট দেখা দেয়।
জ্বালানি সংকটে ইউরোপ: কাঠে ফিরছে উন্নত বিশ্ব
ইউরোপের গ্যাস সরবরাহের একটি বড় অংশ রাশিয়ার উপর নির্ভরশীল ছিল। যুদ্ধের কারণে রাশিয়া গ্যাস সরবরাহ বন্ধ বা সীমিত করে দেয়, ফলে ইউরোপীয় দেশগুলো তীব্র জ্বালানি সংকটে পড়ে। জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডসসহ অনেক দেশে শীতকালে কাঠ ও কয়লার ব্যবহার বাড়ে। বিশ্ববাজারে তেলের দাম ওঠে ব্যারেলপ্রতি ১২০ ডলারের কাছাকাছি।
বিশ্বজুড়ে মূল্যস্ফীতি: উন্নত দেশেও খাদ্য ও পণ্যের দাম চরমে
যুক্তরাষ্ট্রে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি রেকর্ড হয় – ৯.১% (জুন ২০২২)। যুক্তরাজ্যে মূল্যস্ফীতি ১০% ছাড়িয়ে যায়। উন্নয়নশীল দেশে পরিস্থিতি আরও ভয়াবহ, যেখানে খাদ্যদ্রব্য ও জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে।
অর্থনৈতিক সংকট থেকে রাজনৈতিক বিপর্যয়
বিদেশি ঋণের বোঝা, রাজনৈতিক দুর্নীতি ও বৈদেশিক মুদ্রার ঘাটতি শ্রীলঙ্কাকে দেউলিয়া করে তোলে। জ্বালানি ও খাদ্য সংকটে দেশের জনগণ রাস্তায় নেমে আসে। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যান, সরকার পতন হয়।
পাকিস্তানে ক্ষমতা পরিবর্তন
অনাস্থা ভোটে পরাজিত হয়ে ইমরান খান ক্ষমতা হারান। নতুন প্রধানমন্ত্রী হন শাহবাজ শরীফ। ইমরান খান পরে লংমার্চের ডাক দিয়ে ফের রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেন এবং সমাবেশ চলাকালে গুলিবিদ্ধ হন।
ব্রিটেনের প্রধানমন্ত্রিত্বে নাটকীয়তা
বরিস জনসনের পদত্যাগের পর দায়িত্ব নেন লিজ ট্রাস, যিনি মাত্র ৪৫ দিন দায়িত্ব পালন করে পদত্যাগ করেন—যা ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে ছোট মেয়াদ। এরপর প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক, যিনি প্রথম ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ প্রধানমন্ত্রী।
রানির মৃত্যু: একটি রাজকীয় যুগের অবসান
২০২২ সালের ৮ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন রানি দ্বিতীয় এলিজাবেথ, যিনি ৭০ বছর ধরে যুক্তরাজ্যের রাজসিংহাসনে ছিলেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে ব্রিটিশ রাজতন্ত্রে একটি দীর্ঘ অধ্যায়ের ইতি ঘটে। তাঁর পুত্র প্রিন্স চার্লস হয়ে ওঠেন রাজা তৃতীয় চার্লস।
স্বাস্থ্য সংকট ও নতুন উত্তেজনা
কোভিড-১৯ এর প্রভাব কমলেও পুরোপুরি যায়নি। অনেক দেশে নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে। আফ্রিকান অঞ্চল থেকে ছড়িয়ে পড়ে মাঙ্কিপক্স, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি করতে বাধ্য করে। চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন উত্তেজনা সৃষ্টি হয় ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে। চীন এই সফরকে আক্রমণাত্মক পদক্ষেপ বলে দাবি করে এবং সামরিক মহড়া চালায়। ইরানে হিজাববিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ রাস্তায় নামে, যা সরকারের বিরুদ্ধে অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
বৈশ্বিক রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা
২০২২ সাল শুধুমাত্র যুদ্ধ, অর্থনৈতিক সংকট বা রাজনীতির রদবদলের বছর ছিল না—এটি ছিল বিশ্ব ব্যবস্থার নতুন করে ভাবনার সময়। বৈশ্বিক নেতৃত্ব, অর্থনৈতিক নীতি, নিরাপত্তা কাঠামো ও জনসচেতনতার জায়গা থেকে অনেক দেশ নতুন করে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে বাধ্য হয়েছে।
এই বছরটি তাই ভবিষ্যতের ইতিহাসে একটি ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে বিবেচিত হতে পারে—যেখানে বিশ্ববাসী বুঝতে পেরেছে, বৈশ্বিক সংযোগ যতই ঘন হোক, একটি অঞ্চলের সমস্যা গোটা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]