রাজনৈতিক নেতাদের প্রতিদ্বন্দ্বিতা গণতান্ত্রিক উত্তরণকে ঝুঁকিতে ফেলছে: তাসনিম জারা
প্রকাশ : ২৩ মে ২০২৫, ১২:১০
রাজনৈতিক নেতাদের প্রতিদ্বন্দ্বিতা গণতান্ত্রিক উত্তরণকে ঝুঁকিতে ফেলছে: তাসনিম জারা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজনৈতিক নেতাদের মধ্যে ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বিতা এবং অবিশ্বাস সমগ্র গণতান্ত্রিক উত্তরণকে ঝুঁকির মধ্যে ফেলছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।


শুক্রবার (২৪ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, রাজনৈতিক নেতাদের মধ্যে ক্ষুদ্র প্রতিদ্বন্দ্বিতা এবং অবিশ্বাস সমগ্র গণতান্ত্রিক উত্তরণকে ঝুঁকির মধ্যে ফেলছে। আমরা স্বল্পমেয়াদী হিসাব-নিকাশকে স্বাধীনতার জন্য রক্তপাতকারী জাতির আশাকে বিপন্ন করতে দিতে পারি না।


ইতিহাস আমাদের শেখায় যে, যারা পরিবর্তনের ভয় পায় তারা প্রায়শই নতুন নামে পুরনো ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য ভাঙন এবং মেরুকরণের উপর নির্ভর করে।


আমাদের এখানে তা ঘটতে দেয়া উচিত নয়। আমাদের অবশ্যই দলাদলির ঊর্ধ্বে উঠতে হবে। বিপ্লব জনগণই পরিচালনা করেছে। আর সেই জনগণের প্রতিই আমাদের দায়িত্ব- সংযম দেখানো, সংলাপে এগিয়ে আসা এবং ঐক্য ধরে রাখা।


এটা ঐক্যের দিকে মোড় ঘুরিয়ে আনুক, বিভাজনের দিকে নয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com