
আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’। অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে নবগঠিত এ সংগঠনের আহ্বায়ক ও ডা. জাহেদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ অ্যাভিনিউতে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক কমিটির নতুন নেতাদের নাম ঘোষণা করেন।
অনুষ্ঠানে নতুন কমিটির মুখ্য সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ১৩১ সদস্য বিশিষ্ট জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির ২৯ জনের নাম ঘোষণা করেন সদ্য মনোনীত সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম।
নতুন কমিটিতে সিনিয়র যুগ্ন আহ্বায়ক মনোনীত হয়েছেন তুহিন মাহমুদ। যুগ্ম আহ্বায়ক যথাক্রমে প্রীতম সোহাগ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেসার উদ্দিন, গোলাম মোনাব্বের, আশিকুর রহমান, কাজী আয়েশা আহমেদ, হিজবুর রহমান বকুল, মারুফ আল হামিদ ও আসাদুর রহমান।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব হলেন দ্যুতি অরণ্য চৌধুরী ও নাহিদা বুশরা।
যুগ্ম সদস্য সচিব হলেন নিশাত আহমেদ, রাদিথ বিন জামান, মো. ইনজামামুল হক, শাওন মাহফুজ, লুৎফর রহমান, নীলা আফরোজ, মো. আবু সুফিয়ান, মাহমুদা সুলতানা রিমি, রাশেদুল ইসলাম খালেদ, শফিকুল ইসলাম, ইসরাত জাহান বিন্দু।
মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক খালেদ মাহমুদ মুস্তফা, যুগ্ম যুব উন্নয়ন সমন্বয়ক শাকিল আহমেদ ইকবাল ও সনজিদা আক্তার মনি, সিনিয়র সংগঠক ইয়াসিন আরাফাত।
এর আগে বিকেলে জাতীয় সংগীত ও কোরআন তেলাওয়াতের মাধ্যমে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানের মঞ্চে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ডকুমেন্টারি প্রচার করা হয়। গণঅভ্যুত্থানের সময়ের বিভিন্ন স্লোগানের পাশাপাশি মঞ্চে গান পরিবেশন করা হয়।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]