
শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের এমপি মেজর জেনারেল (অব) সালাহউদ্দিন মিয়াজিকে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের শ্যামলছায়া পার্ক থেকে তাকে আটক করে ছাত্র-জনতা। পরে রাতে তাকে পুলিশের হাতে তুলে দেন।
ঘটনাস্থল যশোর শহরের কেন্দ্রস্থল থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে।
রাত ১০টায় ঘটনাস্থলে দেখা যায়, বিপুল সংখ্যক মানুষ রয়েছেন শ্যামলছায়া পার্কের প্রধান ফটকে। ভেতরে রয়েছেন পুলিশের সদস্যরা। রাত ৯টার দিকে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালেও তাদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]