এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত জাতীয় পার্টি: চুন্নু
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১৭:০৩
এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত জাতীয় পার্টি: চুন্নু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, নির্বাচনে অংশ নেওয়ার সব প্রস্তুতি জাপার আছে। এককভাবে ৩০০ আসনে প্রার্থী দিতে চাই। আমরা জোট, মহাজোট ইত্যাদি করতে চাই না।


১৯ নভেম্বর, রবিবার রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ে এ কথা বলেন জাপা মহাসচিব।


মুজিবুল হক চুন্নু বলেন, ‘বাংলাদেশের তৃতীয় বৃহত্তম দল জাতীয় পার্টি থেকে বার বার বলা হয়েছে নির্বাচনের একটি সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের জন্য। মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এমন একটি আস্থা যদি মানুষের না থাকে তাহলে নির্বাচনে কিভাবে যাবো?’


তিনি বলেন, ‘সরকার পদত্যাগ করে চলে যাক এটাও চাই না, আবার সরকারকে বাধ্য করবো এটাও চাই না। আমরা একটি মাঝামাঝি পথ চাই যে সংবিধানের আলোকে একটি ওয়ে বের করে যাতে সবাই নির্বাচনে আসে। একটি পরিবেশ দরকার নির্বাচনের, সেই পরিবেশটি এখনও হয়নি।’


‘নির্বাচনে যাওয়ার সকল প্রস্তুতি আছে আমাদের। দলীয় ইশতেহার, প্রার্থী তালিকা, নমিনেশন পেপার ছাপানো ইত্যাদি যে সমস্ত কাজ সব আমরা সম্পন্ন করেছি। এখন আমরা দ্বিধায় আছি যে নির্বাচনে যাওয়া ঠিক হবে কি-না। এখনও আমরা এ দ্বিধা, সংশয় থেকে বের হয়ে আসতে পারিনি। যার জন্য আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিতে সময় নিচ্ছি। দেখা যাক খুব শীঘ্রই কোনও সিদ্ধান্তে যেতে পারি কিনা। আমরা আসলে জনগণের দাবিটাকে প্রাধান্য দিচ্ছি।’


এর আগে আজ দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।


রওশন এরশাদ প্রসঙ্গে চুন্নু বলেন, তিনি (রওশন) আমাদের পৃষ্ঠপোষক। কিন্তু দলীয় কোনো সিদ্ধান্তে তার এখতিয়ার নেই। উনি অসুস্থ, উনার স্বাভাবিক জ্ঞানটা নেই। উনাকে কিছু লোক বিভ্রান্ত করছে। উনি ইসিতে মহাজোটের হয়ে নির্বাচনের জন্য চিঠি দিয়েছেন। এ বিষয়ে আমি ওনাকে ফোন দিয়েছিলাম। তাকে জিজ্ঞেস করেছি কেন দিয়েছেন। উনি বলেছেন, এটা আমি এমনি দিয়ে দিয়েছি। একটা পত্রিকায় লেখা দেখলাম রওশন ম্যাডাম চিঠিতে সই করেননি। ওনার দুর্বলতার সুযোগ নিয়ে কেউ কেউ ব্যক্তি স্বার্থে ওনাকে ব্যবহার করছেন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com