জেলহত্যা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ১৩:৪৭
জেলহত্যা দিবসে আওয়ামী লীগের কর্মসূচি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামীকাল (৩ নভেম্বর) জেলহত্যা দিবসে সূর্যোদয়ের ক্ষণে বঙ্গভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সংগঠনের সকল স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলন করাসহ সরাদিন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ।


বৃহস্পতিবার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এছাড়া সকাল সাড়ে ৭টায় ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সকাল ৮টায় বনানী কবরস্থানে ১৫ই আগস্টের নিহত সকল শহীদ ও ৩ নভেম্বর জেলখানায় শহীদ জাতীয় নেতৃবৃন্দের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত।


রাজশাহীতে জাতীয় নেতা শহীদ কামারুজ্জামানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ ও মোনাজাত।


বিকাল ৩টায় জেল হত্যা দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


বিবার্তা/সোহেল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com