আ.লীগের মনোনয়ন: তিন সিটিতেই নতুন মুখ
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৩, ১৫:০৯
আ.লীগের মনোনয়ন: তিন সিটিতেই নতুন মুখ
প্রিন্ট অ-অ+

দেশের পাঁচটি সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এর মধ্যে তিনটিতেই নতুন প্রার্থী দিয়েছে দলটি।


শনিবার (১৫ এপ্রিল) সকাল ১১ টায় গণভবনে দলটির স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় সিটি করপোরেশনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করা হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজশাহী সিটি করপোরেশনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বর্তমান মেয়র এ এইচ এম খায়রুজ্জামান, খুলনায় মহানগর আওয়ামী লীগ সভাপতি ও বর্তমান মেয়র তালুকদার আবদুল খালেককে মনোনয়ন দেয়া হয়েছে।


এছাড়া নতুন মুখ হিসেবে গাজীপুরে মহানগর আওয়ামী লীগ সভাপতি মো. আজমত উল্লা খান, বরিশালে আওয়ামী যুবলীগ সদস্য আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত ও সিলেটে যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে মনোনয়ন দেয়া হয়েছে।


মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসানাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্যাহ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, রমেশ চন্দ্র সেন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও ডা. দিপু মনি প্রমুখ উপস্থিত ছিলেন।


এর আগে গত ৯ এপ্রিল সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। ১২ এপ্রিল পর্যন্ত পাঁচ সিটিতে ৪১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।


উল্লেখ্য, গত ৩ এপ্রিল ৫ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেটে ভোট অনুষ্ঠিত হবে।


বিবার্তা/সোহেল/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com