কীর্তিমানের মৃত্যু নেই: গণফোরাম
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৩, ০১:১৯
কীর্তিমানের মৃত্যু নেই: গণফোরাম
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের স্বাস্থ্য ক্ষেত্রে বিকল্প চিন্তার জনক, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গণফোরাম একাংশ।


বুধবার (১২ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ শোক প্রকাশ করে দলটি।


শোকবার্তায় গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতো দেশপ্রেমিক আজীবন বিপ্লবীকে হারানো দেশ ও জাতির জন্য অপূরণীয় ক্ষতি। তিনি সারাজীবন দেশের জনগণের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। এদেশের মুক্তির সংগ্রাম মহান মুক্তিযুদ্ধে তার ভূমিকা অনস্বীকার্য।


তারা বলেন, দেশের স্বাস্থ্য নীতি, ওষুধ শিল্পের যুগান্তকারী চিন্তা ও দরিদ্র মানুষের সুচিকিৎসায় অবদান এবং সর্বোপরি দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তার সাহসী সংগ্রামী ভূমিকা আমাদের জন্য ছিল অনুপ্রেরণা। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে বলছি, কীর্তিমানের মৃত্যু নেই।


বিবার্তা/কিরণ/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com