দুর্যোগপূর্ণ আবহাওয়া কারণে পর্যটকদের সেন্টমার্টিন ছাড়ার নির্দেশ
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩, ১৭:৩৯
দুর্যোগপূর্ণ আবহাওয়া কারণে পর্যটকদের সেন্টমার্টিন ছাড়ার নির্দেশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সেন্টমার্টিন দ্বীপে অবস্থানরত পর্যটকদের ২৩ অক্টোবর, সোমবার বিকাল ৩টার মধ্যে ফিরতি জাহাজে ওঠার নির্দেশ দেওয়া হয়।


দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে ভ্রমণে যাওয়া দেড় হাজারের বেশি পর্যটককে আজ সোমবার (২৩ অক্টোবর) বিকালের মধ্যে দ্বীপ ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। দুপুর দেড়টার দিকে বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী।


তিনি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়া বা সতর্ক সংকেত প্রত্যাহার না হওয়া পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সকল প্রকার ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে। যে-সব পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে গেছেন, সোমবার ফিরতি জাহাজগুলোতে করে তারা টেকনাফ ফিরে আসবেন।


‘দ্বীপে অবস্থানরত পর্যটকরা আজ বিকাল ৩টার মধ্যে ফিরতি জাহাজে উঠে যাবেন। এজন্য দ্বীপে মাইকিং করা হয়েছে এবং বিচ কর্মী ও ইউনিয়ন পরিষদের মাধ্যমে সকল হোটেল-মোটেল, রিসোর্টের কর্তৃপক্ষকে জানানো হয়েছে’ বলেন তিনি।


জাহাজ মালিকদের মাধ্যমে জানা গেছে, সেন্টমার্টিন দ্বীপে এক হাজার ৫০০ জনের বেশি পর্যটক অবস্থান করছে। তারা ৩টি পর্যটকবাহী জাহাজে করে টেকনাফ ফিরবেন।


সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, টেকনাফ উপজেলা প্রশাসনের নির্দেশে মাইকিং করা হয়েছে পর্যটকদের দ্বীপ ছাড়ার জন্য। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হয়তো দুই-তিন জাহাজ চলাচল বন্ধ থাকবে। এরই মধ্যে বেশির ভাগ পর্যটক দ্বীপের জেটিতে অবস্থান করছেন জাহাজে ওঠার জন্য।


‘৩টি জাহাজ বিকাল ৩টায় সকল পর্যটকদের নিয়ে টেকনাফের উদ্দেশ্যে সেন্টমার্টিন রওনা হবে,’ যোগ করেন তিনি।


বর্তমানে সেন্টমার্টিন দ্বীপে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হচ্ছে; সাগর কিছুটা উত্তাল ও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com