শিরোনাম
প্রধান বিচারপতির মন্তব্য প্রত্যাহারের দাবি বোয়াফের
প্রকাশ : ১২ আগস্ট ২০১৭, ১৮:১৮
প্রধান বিচারপতির মন্তব্য প্রত্যাহারের দাবি বোয়াফের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ষোড়শ সংশোধনী নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার অপ্রাসঙ্গিক মন্তব্যসমূহ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ)।


শনিবার বোয়াফের প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিবের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ দাবির কথা জানানো হয়।


প্রেসবিজ্ঞপ্তিতে বোয়াফ সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, মামলার ‘ফ্যাক্ট অব ইস্যুর’ সঙ্গে সম্পর্কিত নয় এমন ‘অনেক অপ্রাসঙ্গিক’ মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। যেমন: ‘বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তির কারণে হয় নাই’। এ জাতীয় অপ্রাসঙ্গিক মন্তব্যে উদীয়মান তরুণ সমাজ বিভ্রান্তির সম্মুখীন হবে বলে মনে করেন তিনি।


মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিভ্রান্তকর মন্তব্যকারী যেই হোক, এ জাতি কখনো ক্ষমা করবে না বলে উল্লেখ করে সরকার ও বিচার বিভাগ একে অপরের প্রতিপক্ষ না হয়ে বরং দেশ ও জাতির স্বার্থে কাজ করার আহবান জানান তন্ময়।


বিবার্তা/বিজ্ঞপ্তি/তৌসো

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com