শিরোনাম
‘রাজাকার সাঈদীর আমৃত্যু কারাদণ্ডে মর্মাহত প্রজন্ম’
প্রকাশ : ১৫ মে ২০১৭, ১৭:০৬
‘রাজাকার সাঈদীর আমৃত্যু কারাদণ্ডে মর্মাহত প্রজন্ম’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মানবতাবিরোধী অপরাধী জামায়াতে ইসলামীর নেতা রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদনে আমৃত্যু কারাদণ্ড বহাল থাকায় নতুন প্রজন্ম মর্মাহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ)।


সোমবার সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিবের স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।


সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, পিরোজপুরের দেইল্লা রাজাকার নামে পরিচিত দেলাওয়ার হোসাইন সাঈদী হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীর মৃত্যুদণ্ডের আদেশটি রিভিউ আবেদনে খারিজ হওয়ায় এ প্রজন্ম মর্মাহত হয়েছে। অপ্রত্যাশীত রায় নতুন প্রজন্ম প্রত্যাখান করেছে।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ধর্ম ব্যবসায়ী রাজাকার দেলাওয়ার হোসাইন সাঈদী শুধু মহান মুক্তিযুদ্ধের সময় তার বর্বরতা চালিয়ে ক্ষ্যান্ত হয়নি। স্বাধীনতার পরবর্তী সময়ে নতুন প্রজেন্মর মাঝে ইসলাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে উপস্থান করেছে। এই জঘণ্য অপরাধী দেইল্লা রাজাকারের একমাত্র শাস্তি ছিল মৃত্যুদণ্ড।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com