শিরোনাম
বার্ষিক এক ট্রিলিয়ন ডলারের ধূমপান!
প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৭, ১৯:৩০
বার্ষিক এক ট্রিলিয়ন ডলারের ধূমপান!
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ধূমপানের কারণে বিশ্ব অর্থনীতির বার্ষিক ব্যয়ের পরিমাণ এক ট্রিলিয়ন ডলারেরও বেশি। এছাড়া ধূমপানজনিত রোগে মৃত্যুর সংখ্যা ২০৩০ সাল নাগাদ বর্তমানের এক-তৃতীয়াংশ বেড়ে যাবে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউএস ন্যাশনাল ক্যান্সার ইন্সটিটিউটের এক সমীক্ষায় এ তথ্য প্রকাশিত হয়েছে। গত মঙ্গলবার সমীক্ষাটির ফল প্রকাশ করা হয়।


এতে বলা হয়, ধূমপানের পেছনে যে ব্যয় হয় তার পরিমাণ ধূমপানপণ্য থেকে পাওয়া রাজস্বের চাইতে অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবমতে এ খাত থেকে ২০১৩-১৪ অর্থবছরে পাওয়া রাজস্বের পরিমাণ ছিল ২৬৯ বিলিয়ন মার্কিন ডলার।


সমীক্ষায় বলা হয়, ধূমপানজনিত রোগে বিশ্বে প্রতি বছ ৬০ লাখ মানুষের মৃত্যু ঘটে। এটা প্রতি বছর বেড়ে চলেছে এবং ২০৩০ সাল নাগাদ এটা ৮০ লাখে উপনীত হবে। নিম্ন ও মাঝারি আয়ের দেশগুলোতেই এটা বেশি ঘটছে।


সমীক্ষায় আরো বলা হয়, খুব সহজ ও কার্যকর নীতিমালার সাহায্যেই ধূমপান প্রতিরোধ সম্ভব। যেমন, ধূমপানসামগ্রীর দাম ও ট্যাক্স বাড়ানো, টোব্যাকো কম্পানির বিপণনের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ, ধূমপানসামগ্রীর মোড়কের ওপর সচিত্র সতর্কবাণী মুদ্রণ ইত্যাদি।


এতে বলা হয়, টোব্যাকো ট্যাক্স বাবদ প্রাপ্ত অর্থ ধূমপানবিরোধী প্রচার এবং ধূমপানজনিত রোগের চিকিৎসা ও গবেষণায় ব্যয় করা যেতে পারে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবমতে ২০১৩-১৪ অর্থবছরে ধূমপান নিয়ন্ত্রণে বিশ্বের সব দেশ মিলে ব্যয় করেছে মাত্র এক বিলিয়ন ডলার। সূত্র : খালিজ টাইমস


বিবার্তা/হুমায়ুন/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com