শিরোনাম
ইউএস-বাংলার মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার অর্জন
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০১৭, ১৮:৫৫
ইউএস-বাংলার মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার অর্জন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সকে ‘মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার-২০১৭ প্রদান করেছে অমর প্রকাশনী ঢাকা। বৃহস্পতিবার রাজধানীর প্রফেসর আক্তার ইমাম অডিটরিয়ামে এ পুরস্কার প্রদান করা হয়।


ইউএস-বাংলার ডিজিএম মার্কেটিং সাপোর্ট অ্যান্ড পিআর মো. কামরুল ইসলাম পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।


ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম।


৯৮.৭% অন-টাইম ডিপারচার, ইন-ফ্লাইট সার্ভিস, সর্বাধিক ফ্লাইট, তুলনামূলক কম ভাড়া, অভ্যন্তরীণ রুটে যাত্রী সংখ্যা ও অভ্যন্তরীণ আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিসহ বাংলাদেশের আকাশ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই পুরস্কার প্রদান করা হয়।


পুরস্কার প্রদান অনুষ্ঠানে সাবেক তথ্য সচিব ও বিটিআরসির সাবেক চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ উপস্থিত ছিলেন।


ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০১৪ সালে বাংলাদেশ ট্রাভেলার্স ফোরাম কর্তৃক ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন্স’, ২০১৫ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বেস্ট এয়ারলাইন ইন ডমেস্টিক সেক্টর’ ও বাংলাদেশ ট্রাভেলার্স ফোরাম পুনরায় ‘বেস্ট বাংলাদেশী এয়ারলাইন্স’ এবং ২০১৬ সালে স্বাধীনতা সংসদ, ইউএস-বাংলা এয়ারলাইন্সকে ‘বাংলাদেশের সেরা বেসরকারি এয়ারলাইন্স’ অ্যাওয়ার্ড প্রদান করে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com