
প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেলের চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) বিকাল ৫টা ৫ মিনিটে বৈদ্যুতিক ত্রুটির কারণে হঠাৎ বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের চেষ্টায় ত্রুটি সারানোর পর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানিয়েছে, মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি লাইনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ত্রুটি দেখা দিয়েছিল। এর ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
এর আগে, বিকেল ৫টার দিকে শাহবাগ স্টেশনে হঠাৎ একটি ট্রেন থেমে যায়। প্রায় একই সময়ে আগারগাঁও স্টেশনে প্রবেশ করে থেমে যায় আরেকটি ট্রেন।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]