
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ৬ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রকার মাদক ও চোরাচালানী পণ্য উদ্ধার হয়েছে।
১৭ সেপ্টেম্বর, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এর নির্দেশনায় মঙ্গলবার রাত ৮ টায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪/২-এস মেইন পিলার হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আতারপাড়া নামক স্থানে নায়েক সজল কুমার পাল এর নেতৃত্বে বিজিবি’র টহল দল অভিযান চালায়। অভিযানে ভারতীয় ৩৩ বোতল মদ এবং ৬ হাজার প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে। পরে চিলমারী এলাকার আজিজুল ফকিরের ছেলে সোহেল মিয়া (৩০) কে পলাতক আসামি দেখিয়ে দৌলতপুর থানায় মামলা করা হয়। একইদিন রাত সাড়ে ৯টায় একই ব্যাটালিয়ন অধিনস্থ প্রগপুর বিওপি’র দায়িত্বপূর্ন এলাকার সীমান্ত পিলার ১৪৮/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুলকানিঘাট এলাকায় হবিলদার মো. আইয়ুব আলীর নেতৃত্বে বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ১০ বোতল মদ উদ্ধার করে।
অপরদিকে একইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় একই ব্যাটালিয়নের আশ্রায়ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/১১-এস হতে আনুমানিক ১০গজ বাংলাদেশের অভ্যন্তরে মু্ন্িসগঞ্জ মাঠে নায়েব সুবেদার মো. শওকত হোসেন এর নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ২০ বোতল ফেনসিডিল, ২৫ বোতল মদ, ৯১৫ পাতার বিড়ি, ২ বোতল বিভিন্ন প্রকার বিষ ও ২৮৮ পিস সিটি গোল্ড চেইন উদ্ধার করে। এছাড়াও রাত সাড়ে ৭টায় জয়পুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫১/১৫ এস মেইন পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহিষকুন্ডি মাঠে নায়েক মো. আব্দুল জলিল এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৪০ প্যাকেট জাহিদ বিড়ি উদ্ধার করা হয়।
বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া ভারতীয় মাদক ও চোরাচালানী পণ্যের সর্বমোট সিজার মূল্য ৬ লক্ষ ৫ হাজার ৪২৫ টাকা বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে।
বিজিবি’র পৃথক অভিযানে উদ্ধার হওয়া মাদক ও চোরচালানী পণ্যের বিষয়ে মামলা দায়ের করে দৌলতপুর থানায় জমা করা হয়েছে এবং উদ্ধার হওয়া বিড়ি ও সিটি গোল্ডের চেইন কাষ্টমস এ জমা করার কার্যক্রম বলে বিজিবি সূত্র জানিয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও চোরাকারবারী আটক সহ মাদক উদ্ধারে বিজিবি’র কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]