নারী সাফ চ্যাম্পিয়নশিপ: প্রথমার্ধে ভুটানের বিপক্ষে ৫-১ গোলে এগিয়ে বাংলাদেশ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১৪:৫৫
নারী সাফ চ্যাম্পিয়নশিপ: প্রথমার্ধে ভুটানের বিপক্ষে ৫-১ গোলে এগিয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাফ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালের প্রথমার্ধ শেষে ভুটানের বিপক্ষে ৫-১ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ। জোড়া গোলের দেখা পেয়েছেন তহুরা খাতুন ও সাবিনা খাতুন।


২৭ অক্টোবর, রবিবার নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে প্রথম সেমি-ফাইনালে ভুটানের বিপক্ষে ৫-১ গোলে এগিয়ে বিরতিতে গেছে বাংলাদেশ।


ম্যাচের তৃতীয় মিনিটে ঋতুপর্ণা চাকমার বাড়িয়ে দেওয়া বলে তহুরা বল পেলেও শেষ মুহূর্তে প্রতিপক্ষের ডিফেন্ডারের ট্যাকেলে বল জালে জড়াতে পারেননি।


খেলার সপ্তম মিনিটে আসে কাঙ্ক্ষিত মুহূর্ত। ডি বক্সের সামনে থেকে বাঁদিকে থাকা ঋতুপর্ণা চাকমাকে বল বাড়িয়ে দেন তহুরা। ডি বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের দুরন্ত শটে ঋতুপর্ণা নিশানাভেদ করলে এগিয়ে যায় বাংলাদেশ।


আট মিনিট পর শিউলি আজমের ক্রসে দারুণ ভারসাম্যে বল নিয়ে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বাঁ-পায়ের ভলিতে বল জালে জরান তহুরা। স্কোরলাইন দাঁড়ায় ২-০।


১৮তম মিনিটে পাল্টা আক্রমণে যাওয়া ভুটানের পেমা চোডেনের কাছ থেকে বল কেড়েছিলেন গোলরক্ষক রূপনা চাকমা। তবে সেটির নিয়ন্ত্রণ রাখতে না পারায় ডেকি লাজমের পায়ে বল গেলেও তিনি পোস্ট ফাঁকা পেয়েও লক্ষ্যভেদে ব্যর্থ হন।


তহুরার পোস্টের সামনে বাড়িয়ে দেওয়া বলে ২৫ মিনিটে শট নেন অধিনায়ক সাবিনা খাতুন। দুর্ভাগ্যজনকভাবে বল বারে লেগে ফেরে। পরের মিনিটেই অবশ্য তিনি আক্ষেপ মেটান। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে দারুণ ক্ষিপ্রতায় বল কেড়ে নেন মনিকা চাকমা। তিনি ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে সাবিনার দিকে বল বাড়ান। বাঘিনীদের অধিনায়ক ডান পায়ের টোকায় বল জালে পাঠিয়ে দেন।


সাবিনা ২৭ মিনিটে আরেকটি গোলের দেখা পেতে পারতেন। মোসাম্মাৎ সাগরিকার বাড়ানো বলে তার দূরপাল্লার শট পোস্টের উপর দিয়ে বেরিয়ে যায়।


আট মিনিট পর আবারো তহুরার ঝলক। মাঝমাঠ থেকে সতীর্থের লম্বা পাসে বল নিয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ-পায়ের উঁচু শটে অনায়াসেই গোলরক্ষককে পরাস্ত করে জোড়া গোলের দেখা পান।


তারপর সাবিনাও জোড়া গোল পূরণ করেন। গোলরক্ষক রূপনার পোস্টের সামনে থেকে নেয়া কিকে মাঝমাঠের কাছে থাকা অভিজ্ঞ এই ফরোয়ার্ড ৩৭ মিনিটে দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে এগিয়ে যান। ভুটানি গোলরক্ষককে কাটিয়ে অনায়াসে বল জালে জড়ান। ৫৪তম আন্তর্জাতিক ম্যাচে এটি তার ৩৬তম গোল। পাঁচ গোল হজমের পর ৪১ মিনিটে ডেকি লাজম ভুটানের একটি পরিশোধে সক্ষম হন।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com