বাফুফে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দিহান আসিফ মাহমুদ
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ২১:২৬
বাফুফে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দিহান আসিফ মাহমুদ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ফুটবল ফেডারেশন পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।


২১ অক্টোবর, সোমবার বাফুফে পরিদর্শনে যান তিনি।


তিনি ঠিক এমন সময় দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটিতে এলেন, যখন সেখানে বাজছে নির্বাচনের বাজনা। আর মাত্র চারদিন পরেই অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাচন। অনেকটা আকস্মিকভাবেই বাফুফে পরিদর্শনে যান এই উপদেষ্টা। নির্বাচন সংক্রান্ত কোনো বিশেষ বার্তা দিতেই বাফুফে সফরে গেছেন আসিফ মাহমুদ, এমনটাই অনুমান ফুটবলাঙ্গনের।


যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বাফুফে সফরে আসবেন। এই খবর পেয়ে উৎসুক জনতা ও ফুটবলপ্রেমীর অনেকেই বাফুফে ভবনে ভিড় করেন। যে কারণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বাফুফে পরিদর্শনে এসে সাধারণ সম্পাদকের সঙ্গে কিছুক্ষণ আলাপ করেই সংবাদ সম্মেলনে বসেন ক্রীড়া উপদেষ্টা।


নির্বাচনের ডামাডোলের কারণেই বাফুফে পরিদর্শনের সিদ্ধান্তের কথা জানান আসিফ মাহমুদ।


সংস্থাটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারকে পাশে রেখে এই উপদেষ্টা বলেন, ‘বিসিবিতে গিয়েছিলাম। বাফুফে নির্বাচন চলছে। এ নিয়ে অনেক কিছুই শুনছি, অভিযোগও আছে। এজন্য আজ বাফুফেতে আসা। এ নিয়ে কথা বললাম।’


বাফুফের নির্বাচন প্রক্রিয়া শুরু হয় অধিভুক্ত সংস্থাগুলোতে কাউন্সিলর ফরম প্রদানের মাধ্যমে। সেখান থেকেই অভিযোগের শুরু, যা নানা পর্যায়ে অতিবাহিত হয়েছে। তবে সেসব অভিযোগ আমলে নেয়নি বাফুফে। গতকাল ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন। সেখানেও হয়েছে নাটক। তবে সবকিছু পেড়িয়ে এখন প্রার্থী তালিকা চূড়ান্ত।


অন্তর্বর্তী সরকারের সময়ে এটিই দেশের ক্রীড়া সংস্থাগুলোর প্রথম নির্বাচন। তাই এই নির্বাচনের দিকে তাকিয়ে গোটা ক্রীড়াঙ্গনই। কিন্তু এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে খোদ ক্রীড়া উপদেষ্টাই সন্দিহান।


তিনি বলেন, ‘বাফুফের নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য ও প্রতিদ্বন্দ্বিতামূলক হয় এ নিয়ে আমি সন্দিহান। আগের অনেক কাউন্সিলরই এখানে রয়েছেন। যাদের অনেকে পলাতক ও আসামি এ রকমটা শুনেছি। ফিফার বাধ্যবাধকতা, বাফুফের নিয়মের দিকে সম্মান রাখতে হচ্ছে।’


তিনি যোগ করেন, ‘পূর্বের কাউন্সিলরদের বহাল রেখে যে নির্বাচন আমি সেই নির্বাচনের বিপক্ষে।’


ফিফার নীতিমালা অনুযায়ী, বাফুফের নির্বাচন না কমিটিতে সরকার বা তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। ফলে জবাবদিহিতার কোনো জায়গা দেখছেন না ক্রীড়া উপদেষ্টা। এ বিষয়ে নতুন কমিটির সঙ্গে কাজ করতে চান আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘ফিফার সঙ্গে কিছু বিষয় আলোচনা প্রয়োজন। বাফুফের মাধ্যমে আমরা সেটি করব।’


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com