আজ কেমন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা?
প্রকাশ : ০২ আগস্ট ২০২৪, ২০:৩৩
আজ কেমন ছিল আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা?
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২ আগস্ট, শুক্রবার জুমার পর রাজধানীর বেশ কয়েকটি স্থানে কোটাবিরোধীদের দাবির সমর্থনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এসময় দুয়েক স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের সঙ্গে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে দেখা গেলেও বেশিরভাগই জায়গায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন হয়েছে।


শুক্রবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র বলছে, শান্তিপূর্ণ আন্দোলন তাদের কোনও বাধা নেই। তবে শান্তিপূর্ণ কর্মসূচি যদি অশান্ত হয়, নাশকতার চেষ্টা চলে তাহলে বাধা দেওয়ার সিদ্ধান্ত ছিল।


দুপুর আড়াইটার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পালিত হয় ‘দ্রোহযাত্রা’। বিকাল সাড়ে ৩টায় কোটাবিরোধীরা সমাবেশ শেষে মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান। সমাবেশ চলাকালে প্রেস ক্লাবের সামনে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়ন ছিল। তবে শহীদ মিনার যেতে কোটাবিরোধীদের কোন বাধা দেয়া হয়নি।


একইভাবে কোন বাধা ছাড়াই রাজধানীর সায়েন্সল্যাব ও শাহবাগে কর্মসূচি পালন করে কোটাবিরোধীরা। জুমার নামাজের পর সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নেন তারা। সাড়ে ৪টার দিকে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সেখান থেকে শাহবাগে আসেন। শাহবাগ থানার পাশে সারি সারি পুলিশ দাঁড়ানো থাকলেও তারা সামনে বাড়েনি।


এদিকে বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টর ব্রিজের কাছে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের মুখোমুখি অবস্থানে দেখা গেছে।


এছাড়া কোনও বাধা ছাড়াই কোটাবিরোধীরা কর্মসূচি পালন করেছেন রাজধানীর বায়তুল মোকাররম এলাকা, ইসিবি চত্বরসহ বিভিন্ন জায়গায়।


এ প্রসঙ্গে ধানমন্ডি সায়েন্সল্যাবে দায়িত্বরত পুলিশের সহকারী কমিশনার আবু তালেব বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ কোনও বাধা দেবে না। তবে আন্দোলনের নামে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করে ও মারমুখী আচরণ হয় তাহলে শৃঙ্খলা ফেরাতে পুলিশ পদক্ষেপ নেবে।


বিবার্তা/রোমেল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com