
কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হামলা, সংঘর্ষ, সহিংসতা ও নিহতের ঘটনায় এখন পর্যন্ত রাজধানীতে ৫৩টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় পুলিশসহ ভুক্তভোগীর পরিবার বাদী হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে ডিএমপি কার্যালয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতের ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় এখন পর্যন্ত ৫৩টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এখন পর্যন্ত বিভিন্ন থানায় ২৬৪টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ২ হাজার ৮৫০ জনের মতো গ্রেফতার করা হয়েছে। তবে কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার করা হচ্ছে না।
বিপ্লব কুমার বলেন, নাশকতা ও সহিংসতায় যারা সরাসরি জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হচ্ছে। সাধারণ শিক্ষার্থী ও সাধারণ কোনো মানুষকে হয়রানি করা হচ্ছে না।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]