
জাতীয় সংসদে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় রেমালের ভয়াবহ তাণ্ডবে দেশের উপকূলীয় এলাকায় ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা তিন লাখ ৮৩ হাজার ৮১৭ জন। ক্ষতিগ্রস্ত লোকের মধ্যে ২০ জন মারা গেছেন। ঘূর্ণিঝড় রেমালে সারা দেশে ক্ষতি হয়েছে সাত হাজার ৪৮১ কোটি ৮৩ লাখ টাকার সম্পদ।
২৩ জুন, রবিবার দ্বাদশ জাতীয় সংসদে ২০২৪-২৫ বাজেট অধিবেশনে সংসদ সদস্য এস এম আতাউল হকের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
প্রতিমন্ত্রী বলেন, সম্প্রতি ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এর ফলে দেশের উপকূলীয় এলাকায় মৃতের সংখ্যা ২০ জন, ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা তিন লাখ ৮৩ হাজার ৮১৭ জন। মোট ক্ষতি সাত হাজার ৪৮১ কোটি ৮৩ লাখ টাকা।
সংসদ সদস্য নজরুল ইসলামে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, রেমালের আঘাত মোকাবিলায় ত্রাণ কাজে নগদে পাঁচ কোটি ৭৫ লাখ টাকা, ত্রাণ কার্যক্রমে চাল পাঁচ হাজার ৫০০ মেট্রিক টন, শুকনো ও অন্যান্য খাবার ১১ হাজার ৫০০ বস্তা-ব্যাগ, শিশু খাদ্য দুই কোটি ৪৫ লাখ টাকা, গো-খাদ্য দুই কোটি ৪৫ লাখ টাকা, ঢেউটিন ৩০০ বান্ডেল, গৃহ মঞ্জুরি বাবদ খরচ হয়েছে নয় লাখ টাকা।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]