
নরসিংদী প্রেসক্লাবের দুই সদস্য এম এ আউয়াল এবং এ এইচ সজল ভূইয়াকে প্রেসক্লাব বিরোধী কর্মকাণ্ডের অপরাধে বরখাস্ত করা হয়।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (৮ মে) জাতীয় দৈনিক চৌকস পত্রিকায় সংবাদ প্রকাশ করায়, পরের দিন পত্রিকার জেলা প্রতিনিধি মো. তালাত মাহমুদের ছেলে মনির হোসেনকে সাংবাদিক এম এ আউয়ালের ছেলে সন্ত্রাসী খাইরুল, বুলবুল আহমেদসহ ৪/৫ জন সন্ত্রাসী তালাত মাহমুদের বসত বাড়িতে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
উল্লেখ্য যে, ইতঃপূর্বে সিভিল সার্জন অফিসের ৪র্থ শ্রেণির কর্মচারী বুলবুল আহমেদের বিরুদ্ধেও একটি সংবাদ প্রকাশ হয়। সাংবাদিক এম এ আউয়ালের ছেলে সন্ত্রাসী খায়রুল ইসলাম ও সিভিল সার্জন অফিসের সাবেক ৪র্থ শ্রেণির কর্মচারী বুলবুল আহমেদসহ ৪/৫ জন সন্ত্রাসী সাংবাদিক এম এ আউয়ালের হুকুমে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া যায়। খায়রুলের বিরুদ্ধে ৫ কোটি টাকা মানহানির মামলাসহ অসংখ্য মামলা রয়েছে। বুলবুল আহমেদ বৈষম্য বিরোধী আন্দোলনের বিরোধিতা ও অর্থ জোগানদাতার অভিযোগে বেশ কিছুদিন জেল খেটেছে। সাংবাদিক এম এ আউয়ালের বিরুদ্ধেও অসংখ্য মামলা রয়েছে বলে জানা যায়।
শুক্রবার (৯ মে) বেলা ১১ টায় খাইরুল ইসলাম মোবাইল ফোনে তালাত মাহমুদকে হুমকি প্রদান করে পরে রাত ৯ ঘটিকার সময় উক্ত সন্ত্রাসী হামলা চালায়। এই ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় মো. তালাত মাহমুদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
বিবার্তা/কামরুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]