‌‘ঈদের ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড চলাচল বন্ধ’
প্রকাশ : ১২ মে ২০২৫, ১৫:৫৯
‌‘ঈদের ৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ড চলাচল বন্ধ’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন ঈদুল আযহার আগে তিনদিন ও পরের তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।


সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


উপদেষ্টা বলেন, ঈদের ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে আওতামুক্ত থাকবে গরুবাহী যানবাহন, নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন।


সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না জানিয়ে তিনি আরও বলেন, সীমানা নির্ধারণ করে মনিটরিং করা হবে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বাড়তি জ্বালানি আনা হচ্ছে।


ঈদে যাত্রীদের কাছ থেকে যেন বাড়তি ভাড়া না নেয়া হয়, কঠোরভাবে মনিটরিং করা হবে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, চাঁদাবাজি রোধে সর্বাত্মক চেষ্টা করা হবে। দুর্ঘটনা যাতে না হয়, সেজন্য পুলিশের নজরদারি বাড়াতে বলা হয়েছে।


তিনি বলেন, রেলের অতিরিক্ত কোচ ও সার্ভিস দেয়া হবে। গত রোজার ঈদের মতো দুর্ঘটনামুক্ত যাতে করতে পারি, সে চেষ্টায় কাজ চলছে।


ছিনতাই রুখতে পশুর হাটের পাশেই যাতে বুথ হয়, সেজন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে বলে জানান ফাওজুল কবির। তিনি বলেন, সামগ্রিকভাবে যাত্রী ও পশুর যাতায়াত যাতে নির্বিঘ্ন ও চাঁদাবাজিমুক্ত হয়, সেজন্য চেষ্টা করছি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com