
কক্সবাজারের টেকনাফে গুলি বর্ষণ করে নাফ নদী থেকে তিন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
সোমবার (১২ মে) দুপুরে নাফনদীর লেদা এলাকা থেকে ওই জেলেদের ধরে নিয়ে যায় আরকান আর্মি।
ধরে নিয়ে যাওয়া জেলেরা হলেন—টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদার লামারপাড়া বাসিন্দা সিদ্দিক হোসেন (২৭), রবিউল আলম (২৭) ও মাহমুদ হোসেন (৩০)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।
তিনি বলেন, গুলি বর্ষণ করে আমার ইউনিয়নের তিন জেলেকে নাফ নদী থেকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করেছি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, তিনজনকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]