
টাঙ্গাইল পৌরসভার বেশ কয়েকটি রাস্তা বেহালদশায় পরিণত হয়েছে। দিনের পর দিন রাস্তাগুলো এই বেহাল অবস্থার কারণে স্কুলকলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মজীবী মানুষ সকলেই পড়েছে চরম ভোগান্তিতে।
পৌর কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও বাস্তবে কোন কার্যকরী পদক্ষেপ আজও চোখে পড়েনি। কোথাও রাস্তায় হাঁটলেই পায়ে পাথর আবার কোথাও একটু বৃষ্টি হলেই রিকশা, মোটরসাইকেল কিংবা অ্যাম্বুলেন্স চলাচল অসম্ভব হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,পৌরসভার জেলা সদর হয়ে এলজিইডি মোড়ের রাস্তা, পার্কবাজার- কলেজপাড়া, থানাপাড়া, আদালতপাড়া, কাগমাড়াসহ শহরের একাধিক রাস্তা খানাখন্দে পরিণত হয়েছে। ওই রাস্তাগুলো দিয়ে রিকশা, অটোরিকশা ও যানবাহনগুলো কাতরে-কাতরে চলাচল করছে। কেউ-কেউ ক্ষোভ ঝাড়ছে পৌর কর্তৃপক্ষের ওপর।
কথা হয় রিকশা চালক আলামিন মিয়া ও জুয়েলের সাথে, তারা ক্ষোভ নিয়ে বলেন এই রাস্তাগুলো দীর্ঘদিন ধরে খানাখন্দ হয়ে থাকলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছে না। এমন ভাঙা রাস্তা দিয়ে যাত্রী নিয়ে চলাফেরা খুবই কষ্টকর। এছাড়া চলাচলের সময় একটু এদিক সেদিক হলেই রিকশা উল্টে যায়, নয় রিকশার যাত্রী পড়ে যায়। তারা বলেন গত সপ্তাহে এক স্কুলছাত্রী রিকশা থেকে পড়ে গিয়ে হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা রিকশা চালককে মারধর করে।
সিএনজি চালক নুরুল ইসলাম জানান, জেলাসদর রাস্তাটির করুণ দশা। এমন রাস্তা দিয়ে গাড়ী চালালে গাড়ীর ব্যাপক ক্ষতি হয়। এছাড়াও রোগী নিয়ে যাতায়াত করা খুবই কঠিন।
পার্কবাজারের এক পথচারী জানান, এই রাস্তাটি পৌরসভার খুবই গুরুত্বপূর্ণ রাস্তা হাজার-হাজার লোক ও শত-শত ব্যবসায়ীর চলাফেরা এই রাস্তাটি দিয়ে। পৌরসভার উদাসীনতার কারণে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। কাঁচামালের ব্যবসায়ী সাত্তার মিয়া বলেন, দূরদূরান্ত থেকে তিনি কাঁচামাল কিনে
পার্কবাজারে বিক্রি করেন। এখানকার রাস্তাঘাট খারাপ থাকায় ভ্যান রিকশা আসতে চায় না। আসলেও ভাড়া বেশি নেয়।
টাঙ্গাইল কোর্টের আইনজীবী মীর মোশরাফ হোসেন বলেন, আদালত প্রাঙ্গণের রাস্তাটির অবস্থা খুব খারাপ অবস্থা। বর্তমানে রাস্তাটির সলিং উঠে গিয়ে রড বেড় হয়ে গেছে। সেই রডের সাথে বেজে মাঝেমধ্যেই এখানে দুর্ঘটনা ঘটে।
জেলা সদর ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী জানান, জেলা সদরের এই রাস্তাটি দিয়ে ১৫ থেকে ২০ গ্রামের লোকজনের চলাফেরা। এছাড়াও জেলার উত্তর প্রান্ত থেকে লোকজন কোর্টে আসতে এই রাস্তাটি ব্যবহার করে। দীর্ঘদিন যাবত এই রাস্তাটি খানাখন্দে থাকায় সাধারণ মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তিনি বলেন, মাঝে মধ্যে পৌরসভা থেকে রাস্তায় রাবিশ ফেললেও সামান্য বৃষ্টি আসলে তা ধুঁয়ে যায়। তিনি টাঙ্গাইল পৌর কর্তৃপক্ষের নিকট রাস্তাটির দ্রæত সংস্কার করার দাবি
জানান।
এ বিষয়ে টাঙ্গাইল পৌরসভার প্রশাসক শিহাব রায়হান বলেন, রাস্তাগুলোর বিষয়ে তিনি অবগত আছেন। পর্যায়ক্রমে দ্রুত রাস্তাগুলো মেরামত করা হবে বলে জানান।
বিবার্তা/বাবু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]