
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চূড়ান্ত রূপ নিয়েছে। দীর্ঘ ২৬ দিনের আন্দোলনের ধারাবাহিকতায় সোমবার (১২ মে) থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য অ্যাকাডেমিক শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
রবিবার (১১ মে) এক খোলা চিঠির মাধ্যমে তারা সকল বিভাগের শিক্ষক ও প্রশাসনিক কর্মীদের ক্লাস ও অফিস কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান। চিঠিতে শিক্ষার্থীরা দাবি করেন, “আমাদের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় চলমান আন্দোলন এখন এই অপেশাদার, মামলাবাজ ও অযোগ্য উপাচার্যের পদত্যাগের দাবিতে রূপ নিয়েছে। আমরা শিক্ষার্থীরা এই দাবি আদায়ে সংঘবদ্ধ ও আপোষহীন।”
পরদিন সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের ২৫ বিভাগের শিক্ষকরা ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছেন। বাংলা বিভাগের চেয়ারম্যান উন্মেষ রায় বলেন, “আমরা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে সংহতি জানাই। প্রশাসনের প্রতি আহ্বান থাকবে—যাকে শিক্ষক-শিক্ষার্থী কেউই চান না, তাকে অবিলম্বে অপসারণ করে সংকটের সমাধান করুন।”
তবে, শিক্ষার্থীদের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে, চলমান সেমিস্টার ফাইনাল পরীক্ষা ও জরুরি সেবা—যেমন মেডিকেল, পরিবহণ ইত্যাদি—অব্যাহত থাকবে। মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, “সাধারণ শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে আমরা জরুরি সেবাগুলো চালু রেখেছি।”
বিবার্তা/মৃত্যুঞ্জয়/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]