প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১৫:৪৮
প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সমাবেশের উদ্বোধন ঘোষণা করেছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


রবিবার (২৩ জুন) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দিয়ে তিনি এ উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে শান্তির দূত পায়রা ও বেলুন অবমুক্ত করেন।


উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৩ জুন কাজী হুমায়ুন রশীদ মালিকানাধীন কে এম দাস লেনের রোজ গার্ডেনে আড়াইশো-তিনশো লোকের উপস্থিতিতে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা হয়। যা পরবর্তী পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ ও দেশ স্বাধীন হবার পর বাংলাদেশ আওয়ামী লীগ নামে নামকরণ হয়।


সেদিন আওয়ামী লীগের ৪০ জনের একটি কমিটি গঠন করা হয়। যার সভাপতি হন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক হন শামসুল হক। তখন শেখ মুজিবুর রহমান কারাগারে আটক থাকলেও তাকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়।


সে থেকে ৭৪ বছর শেষ করে আজ ৭৫ বছরে পদার্পণ করেছে দলটি। দিবসটিকে ঘিরে আওয়ামী লীগের ইতিহাস-ঐতিহ্য নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাঁকজমকপূর্ণভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করার জন্য বিস্তারিত কর্মসূচি নিয়েছে।


প্লাটিনাম জুবিলি পালনে ১০ দফা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। এর মধ্যে আছে- রোববার (২৩ জুন) সূর্য উদয় ক্ষণে কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।


সকাল ৭টায় ধানমন্ডি বত্রিশ নম্বরস্থ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। সকাল সাড়ে ১০টায় টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর সমাধিতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি প্রতিনিধি দল শ্রদ্ধা নিবেদন।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com