আগরতলা রেলস্টেশনে ৯ বাংলাদেশি গ্রেফতার
প্রকাশ : ২৩ জুন ২০২৪, ১৫:৫০
আগরতলা রেলস্টেশনে ৯ বাংলাদেশি গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আবারও সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আগরতলা রেলস্টেশন থেকে ৯ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির রেলওয়ে পুলিশ। তাদের মধ্যে ছয়জন নারী ও তিনজন পুরুষ।


ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নজরদারি এড়িয়ে সীমান্তের কাঁটাতারের বেড়া পার হয়ে ভারতে প্রবেশ করেন তারা। তবে আগরতলা রেলওয়ে স্টেশনে থাকা গভর্মেন্ট রেলওয়ে পুলিশের (জিআরপি) নজর এড়াতে পারেননি এই অনুপ্রবেশকারীরা।


২৩ জুন, রবিবার আগরতলা জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস দাস সংবাদমাধ্যমকে বলেন, শনিবার রাতে স্টেশনে রুটিন তল্লাশির সময় ৯ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাকৃতরা জানিয়েছেন, তারা তিনটি ভাগে দিল্লি, বেঙ্গালুরু ও গুজরাট যাওয়ার পরিকল্পনা নিয়ে আগরতলা রেলস্টেশনে এসেছিলেন।


গ্রেফতারকৃতদের আদালতে তুলে রিমান্ড চাওয়া হবে জানিয়ে ওসি তাপস বলেন, তাদের জিজ্ঞাসাবাদ করে দালালদের ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে। তারা আসলে কী উদ্দেশ্যে রাজ্যে আসেন, তাও জানার চেষ্টা চালানো হবে।


সীমান্তে কাঁটাতারের বেড়া এবং বিএসএফের নজরদারি থাকা সত্ত্বেও কীভাবে অবৈধ অনুপ্রবেশকারীরা অবাধে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতে পারছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে সংশ্লিষ্ট মহলে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com