
যমুনা সার কারখানার বন্ধ করে দক্ষিণ এশিয়ার বৃহৎ নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানাতে গ্যাস সরবরাহ শুরু হয়েছে।
১৫ জানুয়ারি, সোমবার বিকাল সাড়ে পাঁচটায় গ্যাস সরবরাহ শুরু হলে সার কারখানাটি চালু করা হয়।
গ্যাস সংকটের কারণে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়। আর সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে উৎপাদন বন্ধ করে দেয়। এরপর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানাতে গ্যাস সরবরাহ শুরু হয়।
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা প্রকল্প পরিচালক মো. রাজিউর রহমান মল্লিক জানান, গ্যাস সরবরাহ শুরু হওয়ায় কারখানাটিতে চলতি মাসের ২৮ তারিখের দিকে সার উৎপাদনে আসবে।
তিনি জানান, প্রকল্পটির নির্মাণ কাজ করে চীনের সিসি সেভেন এবং জাপানের ঠিকাদারি প্রতিষ্ঠান মিৎসুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফেব্রুয়ারি মাসে চীনা ও জাপানি প্রকৌশলীরা ফেরত যাবেন। এর আগে তারা কারখানাটির অপারেটিং সিস্টেম ও পরিচালনা পদ্ধতি বুঝিয়ে দেবেন। গ্যাস সংকটের কারণে যমুনা সার কারখানা বন্ধ করে এখানে গ্যাস সরবরাহ শুরু করা হয়েছে।
গত ১২ নভেম্বর পরিবেশ বান্ধব এ সার কারখানাটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। এরপর গ্যাস সংকট ও কারিগরি জটিলতায় বন্ধ ছিলো। সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়। কারখানাটিতে দৈনিক ৭২ মিলিয়ন কিউবিসি গ্যাসের চাহিদা রয়েছে। এখান থেকে দৈনিক উৎপাদন হবে ২৮০০ টন ইউরিয়া সার, বছরে হবে ১০ লাখ টন।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]