
আগামীকাল বৃহস্পতিবার (৪ জানুয়ারি) উদ্বোধন হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তথ্য অধিদফতরের ‘মিডিয়া সেল’। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল এর উদ্বোধন করবেন।
৩ জানুয়ারি, বুধবার উপপ্রধান তথ্য কর্মকর্তা মোস্তফা কামাল পাশা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৪ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৪টায় হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে তথ্য অধিদফতর কর্তৃক স্থাপিত ‘মিডিয়া সেল’ স্থাপন করা হবে। বৃহস্পতিবার তথ্য সেলের উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল।
একই হোটেলের পদ্মা হলে সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশনপ্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধিকে ব্রিফ করবেন সিইসি।
নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, বাংলাদেশে থাকা বিভিন্ন দূতাবাস ও মিশন প্রধান এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদের ব্রিফ করা হবে। এ সংক্রান্ত চিঠি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে তাদের জানানো হবে। ব্যক্তিগতভাবে না বলে সবাইকে একসঙ্গে ব্রিফ করা হবে। কারণ, তারা বিভিন্ন সময় একে একে এসে প্রধান নির্বাচন কমিশনারের কাছে জানতে চাচ্ছেন। সবার জন্য এতো সময় দেয়াও সমস্যা হয়ে যাচ্ছে। যে কারণে তাদের একসঙ্গে ডেকে ব্রিফিং করা হবে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]