দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটের মাঠে ২৮ দলের ১৯৭০ প্রার্থী
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ১৯:২৬
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: ভোটের মাঠে ২৮ দলের ১৯৭০ প্রার্থী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮ দলের ১৯৭০ জন প্রার্থী ভোটের মাঠে অংশ নেবে। ৭৭ জন হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন।


৩ জানুয়ারি, বুধবার নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়।


নির্বাচন কমিশনের প্রার্থীদের হালনাগাদ তালিকা থেকে এ তথ্য জানা গেছে। সেই তালিকায় দেখানো হয়েছে, হাইকোর্টের আদেশে ৭৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। এছাড়া ১ জন স্বতন্ত্র প্রার্থীর প্রার্থিতা হাইকোর্ট বাতিল করেছেন।
প্রার্থিতা ফিরে পাওয়াদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৫৫, গণতন্ত্রী পার্টি ১০, আওয়ামী লীগের ৩, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ২, তৃণমূল বিএনপির ২, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের ২, বাংলাদেশ কংগ্রেসের ১, কৃষক শ্রমিক জনতা লীগের একজন প্রার্থী রয়েছেন।


সব থেকে বেশি প্রার্থী দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ২৬৬ জন। দ্বিতীয় সর্বোচ্চ জাতীয় পার্টি ২৬৫ জন। এছাড়া তৃণমূল বিএনপি ১৩৫ জন প্রার্থী দিয়েছে। ন্যাশনাল পিপলস পার্টির রয়েছে ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের ৯৬ জন, বাংলাদেশ জাতীয়বাদী আন্দোলনের ৫৬ জন। সব থেকে কম প্রার্থী দিয়েছে বাংলাদেশ সাম্যবাদী দল ও মুসলিম লীগ, উভয় দল চারজন করে প্রার্থী দিয়েছে। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী রয়েছে ৪৩৬ জন।


যেসব রাজনৈতিক দল দ্বাদশ সংসদ ভোটে অংশগ্রহণ করছে-
ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, কৃষক শ্রমিক জনতা লীগ, গণ ফোরাম, গণফ্রন্ট, জাকের পার্টি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি (জেপি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), তৃণমূল বিএনপি, ন্যাশনাল পিপলস পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ), বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল), গণতন্ত্রী পার্টি।


ইসি ঘোষিত তফশিল অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণ করা প্রার্থীদের প্রতীক বরাদ্দের পর এখন চলছে প্রচারণা। শেষ হবে আগামী ৫ জানুয়ারি। একদিন বিরতি দিয়ে ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে চলবে ভোটগ্রহণ।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com