ভোলার উদ্বৃত্ত গ্যাস তিতাসে যুক্ত হচ্ছে আজ
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ১১:০৮
ভোলার উদ্বৃত্ত গ্যাস তিতাসে যুক্ত হচ্ছে আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভোলার উদ্বৃত্ত গ্যাস আজ থেকে তিতাস গ্যাসের গ্রাহক প্রান্তে সরবরাহ করা হবে। ইন্ট্রাকো রিফুয়েলিং ভোলা থেকে সিএনজি আকারে সিলিন্ডারে করে এনে সরবরাহ করবে।


বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে ৷


প্রথম দিকে দিনে ৫ মিলিয়ন ঘনফুট সিএনজি আনা হবে বলে জানিয়েছেন সুন্দরবন গ্যাস কোম্পানির মহাব্যবস্থাপক প্রদীপ রঞ্জন কুন্ডু।


গত ২১ মে সুন্দরবন গ্যাস ও ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের মধ্যে একটি চুক্তি হয়, যার আওতায় ভোলার উদ্বৃত্ত গ্যাস ৫ থেকে ২৫ মিলিয়ন ঘনফুট সিএনজি আকারে তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় সরবরাহ করবে কোম্পানিটি।


ভোলার দুটি গ্যাসক্ষেত্রে ২ দশমিক ০৪ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে। দৈনিক উৎপাদন সক্ষমতা রয়েছে ২০০ মিলিয়ন ঘনফুট ৷ চাহিদা রয়েছে ৮০-৮৫ মিলিয়ন ঘনফুট।


এর ফলে শাহবাজপুর ও ভোলা গ্যাসক্ষেত্রের ৮টি কূপে প্রতিদিন প্রায় ১২০ এমএমসিএফ গ্যাস অব্যবহৃত থাকে।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com