আদালতের নির্দেশনা বাস্তবায়নে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৩, ২০:৩২
আদালতের নির্দেশনা বাস্তবায়নে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) সম্পন্ন যে সকল স্থানীয় নির্বাচনের ফলাফল আদালত পুনর্গণনার নির্দেশনা দিয়েছে, সেগুলো নিষ্পত্তির জন্য মাঠ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।


১৭ অক্টোবর, মঙ্গলবার মাঠ কর্মকর্তাদের নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান।


এতে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদ নির্বাচন পরিচালনার পাশাপাশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ও বিভিন্ন শূন্যপদের উপনির্বাচন পরিচালনা করে থাকে।


নির্বাচনী ট্রাইব্যুনাল বা ক্ষেত্রমত নির্বাচনী আপিল ট্রাইবুন্যাল সীলকৃত এস.ডি কার্ড, অডিট কার্ড ও পোলিং কার্ডে রক্ষিত ফলাফল পুনর্নিরীক্ষা বা পুর্নগণনার নির্দেশ দিলে আদালতের আদেশ অনুসারে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বা সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার কার্যালয়ে কর্মরত সহকারী প্রোগ্রামার বা টেকনিশিয়ানদের মাধ্যমে নিষ্পত্তির জন্য কমিশন নির্দেশনা প্রদান করেছেন।


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রায় দেড় হাজারের মতো বিভিন্ন নির্বাচন সম্পন্ন করেছেন। এসবের মধ্যে কোনো কোনো নির্বাচনের ফলাফল পুনর্গণনার নির্দেশনা রয়েছে আদালতের। সেগুলোই নিষ্পত্তির জন্য কর্মকর্তাদের নির্দেশ দিল ইসি।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com