রেকর্ড পতনের পর ফের প্রবাসী আয়ে সুবাতাস
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ১৯:৩৮
রেকর্ড পতনের পর ফের প্রবাসী আয়ে সুবাতাস
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চলতি অক্টোবর মাসে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে প্রবাসী আয়। গত ১৩ অক্টোবর পর্যন্ত বৈধপথে দেশে এসেছে ৭৮ কোটি ১২ লাখ ডলারের বেশি রেমিটেন্স। এর আগে গত মাসে দেশে প্রবাসী আয় আসে মাত্র ১৩৪ কোটি ৩৬ লাখ ডলার। যা গত ৪১ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবাসী আয়। তবে, অক্টোবর মাসে অবস্থার কিছুটা উন্নতি দেখা যাচ্ছে।


কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, ২০২৩-২৪ অর্থবছরের অক্টোবর মাসের প্রথম ১৩ দিনে ৭৮ কোটি ১২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ৬০ লাখ ৩০ হাজার ডলার।


এছাড়া বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৭৩ লাখ ২০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৬৭ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩০ লাখ ৯০ হাজার ডলার।


এদিকে, ৭ থেকে ১৩ অক্টোবরের মধ্যে প্রবাসীরা দেশে ৪৫ কোটি ৬০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এছাড়া অক্টোবরের প্রথম ৬ দিনে দেশে এসেছে ৩২ কোটি ৫১ লাখ ৪০ হাজার ডলার প্রবাসী আয়।


সবশেষ ২০২০ সালের এপ্রিলে সবচেয়ে কম প্রবাসী আয় এসেছিল ১০৯ কোটি ডলার।


ডলার সংকটকালে প্রবাসী আয় কমে যাওয়ায় অর্থনীতিতে নানামুখী নেতিবাচক প্রভাব পড়ছে। এ অবস্থায় নির্ধারিত দামে প্রবাসীদের থেকে রেমিট্যান্স সংগ্রহে চ্যালেঞ্জ বেড়েছে।


ব্যাংকিং চ্যানেলে ডলারপ্রতি দাম ১১০ টাকা ধরা হলেও খোলাবাজারে মিলছে ৪ থেকে ৫ টাকা বেশি। এ কারণেই গতমাসে হুন্ডির প্রবণতা বাড়ে বলে মনে করেন পর্যবেক্ষকরা।


জানা গেছে, চলতি মাসে বাংলাদেশ ব্যাংকের অনানুষ্ঠানিক নির্দেশনায়, বেশকিছু ব্যাংক প্রবাসী আয়ের ডলারে বাড়তি মূল্য দিচ্ছে। এতে বেড়েছে বৈধপথে রেমিট্যান্স প্রবাহ। এধারা অব্যাহত থাকলে চলতিমাসে প্রবাসী আয় ১৮০ কোটি ডলার ছাড়ানোর সম্ভাবনা দেখছেন ব্যাংক সংশ্লিষ্টরা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com